খবরগসিপবিনোদনসিরিয়াল

মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু নাকি গুড্ডি সিরিয়ালের অনুজ, কে বেশি হ্যান্ডসাম? দ্বন্ধে নেটিজেনরা

জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক দর্শকের কাছে বাংলা ধারাবাহিকের মূল আকর্ষণে পরিণত হয়েছে। মিঠাইয়ের গল্পের সাথে সাথে ধারাবাহিকের প্রতিটি অভিনেতা অভিনেত্রী দর্শকের কাছে প্রিয়। তাদের প্রত্যেকের জন্য দর্শকের মাঝে আলাদা ফ্যানবেস গড়ে উঠেছে। মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদৃত রায় (Adrit Roy) বং ক্রাশে পরিণত হয়েছেন। তার রূপে গুনে ফিদা অসংখ্য রমণী। তেমনই অভিনেত্রী সৌমিতৃষাও সুন্দরী নারীদের তালিকায় উপরের দিকেই আছেন। তাদের ঘিরে সর্বদাই সোশ্যাল মিডিয়া সরগরম থাকে।

মিঠাই ধারাবাহিকের মতো ষ্টার জলসার একটি বর্তমান ধারাবাহিকের অভিনেতা দর্শক মাঝে বেশ জনপ্রিয়। এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম ১০ এ জায়গা করে নিতে না পারলেও ধারাবাহিকের অভিনেতার আলাদাই ফ্যানবেস গড়ে উঠেছে। এই অভিনেতা ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি টলিউডের কাজ করেছেন। এই অভিনেতা হলেন গুড্ডি ধারাবাহিকের অনুজের ভূমিকায় অভিনয়কারী অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)।

সম্প্রতি, দর্শকের মাঝে এক জোরালো বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেতা আদৃত রায়কে ঘিরে। দুই অভিনেতার অনুরাগীদের মাঝে কে বেশি সুন্দর সেই লড়াই অব্যাহত। অভিনেতা আদৃত এর অনুরাগীদের কাছে তিনিই শ্রেষ্ট অন্যদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর অনুরাগীদের কাছে সে শ্রেষ্ট।

দুই অভিনেতাই অভিনয়ে দক্ষ। তাদের অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তবে এই দুই অভিনেতার মধ্যে কে বেশি দক্ষ তা তাদের কাজই ঠিক করে দেবে। আর সৌন্দর্য, দুই অভিনেতাই নিজেদের মতো করে সুন্দর। তাদের সৌন্দর্যের বিচার নিয়ে অনুরাগীরা বাক বিতণ্ডায় জড়ালেও তারা দুইজনেই অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র।

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

প্রসঙ্গত, গুড্ডি ধারাবাহিকে অনুজ ও গুড্ডির পরিস্থিতির চাপে বাধ্য হয়ে হওয়া বিয়ে এখন ভাঙ্গনের মুখে। গুড্ডি অনুজের ডিভোর্স পেপার তৈরী হয়ে গেছে। গুড্ডি তাতে সইও করে দিয়েছে। কিন্তু এতদিন গুড্ডির সাথে থাকতে থাকতে অনুজের মনের কোনো গোপনে গুড্ডির জন্য চিন্তাভাবনা ধরা দিয়েছে। গল্পে পরবর্তীতে কি হবে তা সময় হলেই বোঝা যাবে।

আরও পড়ুনঃ মোহময়ী রূপে ধরা দিলো ‘মিঠাই’ অভিনেত্রী! মিঠাই নাকি নন্দা সৌন্দর্যে কে বেশি সুন্দরী, রইল ছবি

অন্যদিকে মিঠাইতে খুব শীঘ্রই নতুন ট্র্যাকের আগমন ঘটতে চলেছে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে। মিঠাইয়ের গুলি লাগছে সিদ্ধার্থকে বাঁচাতে গিয়ে। সিদ্ধার্থ কি করবে তার মিথাইরানী না থাকলে একথা সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনা। এবার মিঠাইয়ের গল্প কোন দিকে মোড় নেবে সেই নিয়ে দর্শক প্রচুর কৌতূহল পুষে রেখেছেন মনের মধ্যে এবার আগামী দিনে ধারাবাহিকে কি হয় সেটাই দেখার।

1Minutenewz Google News Subscribe
Back to top button