পুজোর মাসেই টেন্টের হাত ধরে ফিরছে নিখিল শ্যামা! কোন চ্যানেলে? কোন রূপে? রইল বিস্তারিত

বিনোদনের দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন সিরিয়ালের চিন্তাভাবনা চলছে। দর্শকদের কথা মাথায় রেখে ধারাবাহিকে পরিবর্তন ঘটছে। নতুন নতুন কনসেপ্ট বানানো হচ্ছে। কিন্তু তবুও কোথাও গিয়ে যেন

Nandini

neel bhattacharya and tiyasha roy coming soon on star jalsha new serial

বিনোদনের দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন সিরিয়ালের চিন্তাভাবনা চলছে। দর্শকদের কথা মাথায় রেখে ধারাবাহিকে পরিবর্তন ঘটছে। নতুন নতুন কনসেপ্ট বানানো হচ্ছে। কিন্তু তবুও কোথাও গিয়ে যেন দর্শকের পছন্দ পূরণ করতে ব্যর্থ হচ্ছেন নির্মাতারা। আবার এমন কিছু সিরিয়াল গড়ে উঠেছে যা শেষ হইবার পরেও দীর্ঘ সময় ধরে মানুষের মনে তার ছাপ রেখে গেছে। এমনই একটি সিরিয়াল ছিল জী বাংলার ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)।

এই সিরিয়ালে নিখিল শ্যামার জুটিকে দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছেন। নিখিলের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। আর শ্যামার চরিত্রে ছিলেন অভিনেত্রী তিয়াসা রায় (Tiyasha Roy)। একটা কালো মেয়ে কিভাবে নিজের গায়ের রং কে তুচ্ছ প্রমান করে গানের জগতে নিজের জায়গা তৈরী করে নেয়। কিভাবে সমাজের একশ্রেণীর মানুষের চিনধারাকে ভুল প্রমান করে দে সেই নিয়েই ছিল কৃষ্ণকলি। শ্যামাকে দর্শক বেশ ভালোবাসতেন।

neel bhattacharya and tiyasha roy coming on star jalsha

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও আজও নিখিল-শ্যামা জুটি দর্শক মাঝে বেশ জনপ্রিয়। এই জুটিকে এখনও পর্দায় ফিরে পাওয়ার জন্য অপেক্ষায় দর্শক। এই ধারাবাহিকটি চলতি বছরেই শেষ হয়েছিল। তবে তারই মধ্যে এই ধারাবাহিকের নায়ককে আমরা অপর এক ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখতে পেয়েছি। ‘উমা’ তে অভিমন্যুর ভূমিকায়।

এমনটা সাধারণত দেখা যায় না যে, কোনো এই ধারাবাহিকের মুখ্য চরিত্র অপর কোনো ধারাবাহিকে মুখ্য চরিত্র হিসাবে যোগ দিয়েছেন পূর্বের সিরিয়াল চলমান থাকাকালীন। যদিও এর থেকে ভালোই বোঝা যায় অভিনেতার জনপ্রিয়তা কতখানি। তবে নিখিলকে অভিমন্যু রূপে দর্শক দেখতে পেলেও শ্যামাকে কোনো চরিত্রেই আর কোনো ধারাবাহিকে এখনও পর্যন্ত দেখা যায়নি।


তবে সম্প্রতি, নেটমাধ্যমে একটি খবর প্রকাশ পেয়েছিলো যে নিখিল-শ্যামা জুটি আবারও পর্দায় ফায়ার আসতে চলেছে। তবে কবে? কোন ধারাবাহিকে? তা জানানো হয়নি। কিন্তু তারা এবারে জী বাংলায় নয়, ফিরবেন স্টার জলসায়। এমনটাই জানা গিয়েছিলো। এই খবর কতটা সত্য তা জানতে আগ্রহী হয়ে অপেক্ষায় ছিলেন দর্শক। এবার দর্শকের অপেক্ষার অবসান ঘটানো হল।


খুব শীঘ্রই পর্দায় তারা ফিরছেন। তাদের নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আবার একবার ছোটপর্দায় নতুন অবতারে ধরা দেবেন নিখিল শ্যামা। নতুন কোনো পরিচয়ে। নতুন আগত ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গেছে। খুব শীঘ্রই তা চ্যানেলে প্রকাশ পাবে। এবারে টেন্ট সিনেমার প্রযোজনায় সুশান্ত দাসের হাত ধরে ফিরছেন তারা। কবে এই নতু সিরিয়ালের প্রোমো মুক্তি পাবে পর্দায় সেই নিয়ে দর্শক বেশ উচ্ছসিত।