‘শিমুলে’র প্রতিবাদী চরিত্রেই খুশি দর্শক, নায়িকার চরিত্র বদলে যাক চাননা দর্শক

সিরিয়ালে সবসময় দেখা যায় গ্রামের মেয়ে শহরের বাড়িতে বিয়ে হচ্ছে, কিংবা গরীব মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে। আর এই বিয়ের পরেই মেয়েদের অত্যাচারিত হতে হয়।

Saranna

netizen happy to see shimul's character in kar kache koi moner kotha serial

সিরিয়ালে সবসময় দেখা যায় গ্রামের মেয়ে শহরের বাড়িতে বিয়ে হচ্ছে, কিংবা গরীব মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে। আর এই বিয়ের পরেই মেয়েদের অত্যাচারিত হতে হয়। মুখ বুজে  সব সহ্য করে তারা। প্রতিবাদী সত্ত্বা দেখা যায়না। কিন্তু সম্প্রতি ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিক প্রশংসার শিরোনামে উঠে এল। কারণ সেখানে দেখা গিয়েছে নায়িকা শিমুল (Shimul) বেশ প্রতিবাদী

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ধারাবাহিকের কাহিনী প্রায় সকলেরই জানা। ধারাবাহিকে উঠে এসেছে বাস্তব কাহিনী। ধারাবাহিক শুরু থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। মানুষের মন ছুঁয়ে গেছে। অন্যদিকে দেখা গিয়েছিল এই ধারাবাহিকের শাশুড়ি চরিত্রের জন্য সবসময় সমালোচনার শিরোনামে। শিরোনামে থাকলেও বেশ প্রশংসা পেয়েছে ধারাবাহিকের শিমুল চরিত্র।

in kar kache koi moner kotha serial shimul told her sasuri she never leave her right's 

শিমুল (Shimul) চরিত্রের মধ্যে একটা প্রতিবাদী সত্ত্বা খুঁজে পেয়েছেন দর্শকরা। শিমুল চরিত্রটি দেখলে সমাজের লাঞ্ছিতা মেয়েরা একটা আশার আলো খুঁজে পাবে। একটা প্রতিবাদী সত্ত্বা খুঁজে পাবে। তারা আর পড়ে পড়ে লাঞ্ছিতা এবং অত্যাচারিত হবেন না। এই চরিত্র এবং ধারাবাহিকে রয়েছে বাস্তব। বাস্তবের সাথে রয়েছে নাটকীয়তার মিশ্রণ। আর এই মিশ্রণের জন্য মানুষের ভালো লাগছে। 

শাশুড়ির অত্যাচার শিমুল (Shimul) মুখ বুজে সহ্য করতে পারে না, প্রতিবাদ জানায়। আর এই প্রতিবাদী মেয়েটাকেই দর্শক ভালোবেসেছেন, পছন্দ করছেন।আর তাই তারা চান এরকমই স্পষ্টভাষী মানুষ থাকুক সবসময়। এই চরিত্রের বদল না ঘটুক। পরিবর্তন ঘটলে আর ভালো লাগবেনা, টিআরপি পড়ে যাবে। 

in kar kache koi moner kotha serial shimul protest agaienst food wasting

শিমুলের প্রতিবাদ দেখে অনুরাগীরা বলছেন, ‘মেয়েদের মুখ বুজে সহ্য করা টা আর চলবে না। সবাই এভাবে ই মোকাবেলা করে সমাজ কে বুঝিয়ে দিন আমাদের ও ভালো ভাবে বাঁচার অধিকার আছে’। আর একজন লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বলে ই শিমুল চরিত্র ভালো লাগছে। ‘কেউ কেউ বলছেন, এটা দেখে ভালো লাগছে যে বাংলা সিরিয়ালে নায়িকা কে মহান না দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে দেখাচ্ছে।’

Related Post