খবরগসিপবিনোদনসিরিয়াল

শ্বশুরবাড়ি তো নয়, যেন কংসের কারাগার! নিম ফুলের মধু দেখে ট্রোল নেটপাড়ায়

সবেমাত্র শুরু হওয়া জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকটি ইতিমধ্যেই সকলের মন কেড়ে নিয়েছে। একটা একান্নবর্তী পরিবার, পরিবারের সকলকে নিয়ে ব্যালেন্স করে চলা সবটাই এই ধারাবাহিকে রয়েছে। তাই তো ধারাবাহিকের এত জনপ্রিয়তা। এই জনপ্রিয়তায় মশগুল সকলে। 

পর্ণা নিজের সম্মান বাঁচাতে, এবং দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়াতে, সে সাংবাদিকতার ইন্টারভিউ দিয়ে এসেছে। এতে সে সফল হয়েছে। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে,  ধারাবাহিকের নায়ক সৃজন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলে, ‘মা আমি অফিসে বেড়োলাম’। সৃজনের মা বলে ‘দুগ্গা দুগ্গা’। এরপরই দেখা যায় পর্ণাকে। সেও তার শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে বলে, ‘মা আশির্বাদ করুন আমায়, চাকরিতে আমাদের প্রথম দিন।

neem pholer modhu new twist

এই ঘটনা দেখে সৃজনের মা অর্থাৎ পর্ণার শাশুড়ি কৃষ্ণা জানান, ‘দত্ত বাড়ির বউ রা সংসার করে। চাকরি করে না’। এরপরই পর্ণা জানায়, ‘আমি দুটোই করতে চায় মা’। এই কথা শুনে পর্ণার স্বামী সৃজন জানায়, ‘না সংসার নয়, চাকরি। যে কোনো একটা বেছে নিতে হবে তোমায়’। এবার কি করবে পর্ণা? এই দৃশ্য দেখে সকলেই বেশ রুষ্ট হয়েছেন সৃজন এবং তার মা কৃষ্ণার প্রতি। 

neem pholer modhu

এক নেটিজেন তাই লিখেছেন, ‘সেই এক নেগেটিভ ধ্যান ধারনার প্রমোশন চলছেই।  শ্বশুরবাড়ি যেন কংসের কারাগার, শাশুড়ি যেন পুতনা রাক্ষসী, আর বাড়ির বাকিরা শুম্ভ নিশুম্ভ । এই ২০২৩ তেও একটা শিক্ষিত মেয়েকে চোখ রাঙাচ্ছে। সিরিয়াল এর গ্রুপ গুলো দেখে যা বুঝি, সব তো অল্প বয়েস এর টিনএজার, এর মেয়েরা এইসব সিরিয়াল দেখে।

তো তারা ঠিক কি ইমপ্রেশন নিয়ে বিয়ে করবে, শ্বশুরবাড়ি যাবে’? যতই পর্ণার শ্বশুরবাড়ির লোক কেউ মেনে না নিক, দর্শকরা চাইছেন পর্ণা চাকরি করুক। অনেকেই বলেছেন সে চাকরি করুক। সবাই তার পাশে রয়েছে। এবার দেখা যাক, ধারাবাহিক নির্মাতা কোনটা দেখায়।

1Minutenewz Google News Subscribe
Back to top button