খবরগসিপবিনোদনসিরিয়াল

মারা যায়নি ওমি, আবার ফিরবে সে! নিজে মুখে সেকথা জানালেন ‘মিঠাই’ অভিনেতা জন ভট্টাচার্য

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র সকল দর্শকদের বেশ পছন্দের। শুধু সিদ্ধার্থ আর মিঠাই নন, এই ধারাবাহিকের মোদক পরিবারের সকল সদস্যদের খুব পছন্দ করেন অনুগামীরা। এমনকি এই ধারাবাহিকে যে ভিলেন রয়েছে তাকেও পছন্দ করেন অনুগামীরা। কারণ এই ভিলেন দুষ্টু-মিষ্টি ভিলেন, তাই সকলের বেশ পছন্দের।

এই ভিলেন ওমি আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন, অভিনেতা শৌর্য ওরফে জন ভট্টাচার্য (John Batyacharyya)। তাঁর অভিনয় এতটাই সকলকে মুগ্ধ করেছে যে, এই প্রথম বার কোনো ভিলেনকে মানুষ ভালোবাসছে। শোনা গিয়েছিল এই অভিনেতাকে আর দেখা যাবে না, মিঠাই এ। তাই দেখে খুব মনখারাপ ছিল অনুগামীদের।

omi agarwal will come back on mithai serial

ধারাবাহিকে দেখা গিয়েছিল, সিদ্ধার্থ কে মারার অপরাধে ওমিকে পুলিশের হাতে ধরিয়ে দেয় সিদ্ধার্থ। কিন্তু ওমি অসুস্থতার নাটক করে পুলিশের চোখে ধুলো দিয়ে হসপিটাল থেকে পালায়। পালিয়ে গিয়ে আবার সে গোপনে মনোহরার ক্ষতি করার ফাঁদ পাতেন গোপনে। তাই সে সিদ্ধার্থ কে গুলি মারতে যায়। কিন্তু সিদ্ধার্থকে বাঁচাতে গিয়ে ওমির গুলি খেয়ে মিঠাই ছিল মৃত্যুশয্যায়। বর্তমানে সে এখন সুস্থ। তাই ওমি আবার নতুন ছক কষে।

গোটা মনোহরাকে বোমা মেরে উড়িয়ে দেবে বলে মোদক বাড়িতে বোমা ফিট করে। বর্তমানে এই প্ল্যানও অসফল হয়। ওমির প্ল্যান ভেস্তে দেয় সিদ্ধার্থ। সিদ্ধার্থ আর মিঠাই মিলে বোমার মেশিনের তার কেটে দেয়। সে বুঝতে পারে এসব কাজ ওমির। পুলিশ পৌঁছানোর আগেই ওমিকে ধরে ফেলে সিড। দুজনের মধ্যে মারপিট লাগে। এই মারপিটে গুলি লাগে ওমির।

 

View this post on Instagram

 

A post shared by Shaurja Batyacharyya (@john00240)


এই দৃশ্য দেখে , অনুরাগীদের এবার মন খারাপ, একদিকে মন খারাপ এই ভিলেনের মৃত্যু দেখে, অন্যদিকে মন খারাপ হয়ত এই মৃত্যু দিয়েই শেষ হবে ওমির চরিত্র। তবে ওমি এই লাস্ট এপিসোডের ভিডিও টি শেয়ার করে লেখেন, ‘আশা করি এই দৃশ্য আপনাদের ভালো লেগেছে, তবে এটা আমার শেষ দৃশ্য নাও হতে পারে, আবার ফিরতে পারে ওমি। ‘ এই কথা শুনে অনুরাগীদের মুখে হাসি ফুটেছে।

 

View this post on Instagram

 

A post shared by Shaurja Batyacharyya (@john00240)


উল্লেখ্য, সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘আলোর ঠিকানা’। এই ধারাবাহিকে জন ভট্টাচার্য লিড রোলে অভিনয় করবেন, তাঁর বিপরীতে অভিনয় করবেন দেবাদৃতা বসু্ (Debadrita Basu) । এই শ্যুটিং এর কাজে ব্যস্ত থাকার কারণে আর তাঁকে দেখা যাবে না মিঠাই ধারাবাহিকে। তবে তিনি জানিয়েছেন, হয়ত দেখা যেতে পারে। আসলে অনুরাগীদের কাছে সে মিষ্টি হ্যান্ডসাম ভিলেন, তাই তাঁর চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না।

1Minutenewz Google News Subscribe
Back to top button