বিয়ে মিটতেই তড়িঘড়ি হাসপাতালে ছোটেন পরম ঘরণী! কেমন আছেন পিয়া? জেনে নিন

Piya-Parambrata : বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ডিং বিষয় হল পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) ও পরমব্রত চ্যাটার্জীর (Parambrata Chatterjee) বিয়ে। কেউ কেউ এই দুজন জুটিকে নিয়ে

Saranna

parambrata chatterjee newly married wife piya chakraborty admitted in hospital

Piya-Parambrata : বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ডিং বিষয় হল পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) পরমব্রত চ্যাটার্জীর (Parambrata Chatterjee) বিয়ে। কেউ কেউ এই দুজন জুটিকে নিয়ে সমালোচনা করছেন আবার কেউ কেউ তো বাহবা দিচ্ছেন। বিয়ে নিয়ে সমালোচনা হলেও, সবশেষে একটাই কথা রাজা রানীর ভালো হোক। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে শোনা গেল পিয়া চক্রবর্তী ভর্তি হাসপাতালে। ঠিক কি হয়েছিল? হঠাৎই বা হাসপাতালে ভর্তি হতে হল কেন?

এখন কেমন আছেন? রইল বিস্তারিত। সবে সোমবার  টলিউডের ব্যাচেলর হিরোর তকমা ঘুচিয়ে পরমব্রত এবং মানসিক স্বাস্থ্যকর্মী তথা সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়েটা নিয়ে আনন্দ করবেন কি বিয়ের রাত পেরোতে না পেরোতেই হাসপাতালে ছুটেছেন। জানা গেছে কিডনিতে পাথর জমেছে। বিয়ের আগের দিনও ছুটতে হয়েছে হাসপাতালে। 

parambrata chatterjee newly married wife piya chakraborty had an oparation

তাই বিয়ের অনুষ্ঠান মিটতেই অস্ত্রোপচার করতে হাসপাতালে পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকুরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অস্ত্রোপচার হয়। অনেকেই তাঁর এই খবর জানতে পেরে তাঁর সুস্থতা কামনা করেছেন। অস্ত্রোপচার হওয়ার পর এখন বেশ সুস্থ আছেন। তবে পুরোপুরি কবে ঠিকঠাক হবে তা এখনো জানা যায়নি। কবে বাড়ি ফিরবেন সেটা নির্ভর করছে চিকিৎসকের উপর।

বুধবার চিকিৎসক দেখে ঠিক করবেন। উল্লেখ্য, দীর্ঘ দু বছর ধরে গোপনে প্রেমপর্ব চালিয়ে গিয়েছিলেন পিয়া পরমব্রত। কানাঘুষো গুঞ্জন শোনা গিয়েছিল আগেই, কিন্তু কেউই মুখ খোলেননি। সবাইকে চমকে দেওয়ার জন্যই বোধহয় এমনটা করেছিলেন। আর সত্যিই তাই করলেন। ২৭ নভেম্বর যোধপুরের বাড়িতে আইনি বিয়ে সেরেছেন দুজনে। তারপর রাতে ভবানীপুরে এক বন্ধুর বাড়িতে হয় রিসেপশন।

parambrata chatterjee newly married wife piya chakraborty admitted hospital

ছিলনা কোনো আড়ম্বর। উপস্থিত ছিলেন কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। মোট মিলিয়ে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন। সাজপোশাকও ছিল সাধারণ। সকালে পড়েছিলেন সাদা হ্যান্ডলুম শাড়ি আর রাতেও সেজেছিলেন সাধারণ ভাবে।আপাতত এখন ছিমছাম ভাবে হলেও, পরবর্তীতে বেশ অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছা রয়েছে তাদের। সুস্থ হয়ে যাক পিয়া, হয়ত তারপরই হবে গ্র্যান্ড সেলিব্রেশন। 

Related Post