গসিপবিনোদনসিরিয়াল

সৃজনের বিয়ে আটকাতে ‘মাতঙ্গী মা’কে ঝাঁটাপেটা করল পর্ণা! নতুন চমক ‘নিম ফুলের মধু’তে

জী বাংলার (Zee Bangla) সবচেয়ে বেশি চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। এই ধারাবাহিক নিয়ে দর্শকমহলে চর্চার শেষ নেই। শাশুড়ির ছেলের বৌয়ের প্রতি এক মনোভাব কাজ করে যা দেখে বর্তমান সমাজে অনেকেই তার প্রতিবাদ করেন। সম্পর্কে তিনি শাশুড়ি হলেও আচরণ তার সতীনের মতন। তিনি যেন ছেলের বৌয়ের সতীন। বিয়ের পর থেকেই একের পর এক অদ্ভুত কারণ দেখিয়ে হেনস্থা করে চলেছেন পর্ণাকে।

তবে পর্ণা হাল ছেড়ে দেওয়ার পাত্রী যে মোটেও নয়। সেও তার শাশুড়িকে জব্দ করার একেকটা মোক্ষম উপায় খুঁজে বার করে। তবে এতদিন তিনি পর্ণাকে তাড়িয়ে ছিল;এর বিয়ে দেওয়ার কথা ভাবেননি যতদিন না সৃজন পরনের হয়ে তার মাকে কিছু বলেছে। যেদিন থেকে সৃজন বউ এর হয়ে কিছু কথা মাকে বলেছে সেদিন থেকেই কৃষ্ণার মাথা খারাপ হয়ে গেছে একপ্রকার।

parna punishes maumita for forcing srijan to get marry

তিনি নিজের কল্পনায় ভেবেও ফেলেছেন যে পর্ণাকে না তাড়ালে পর্ণাই তাকে বৃদ্ধাশ্রমে তাড়িয়ে দেবে একদিন। আর তার এই উটকো সব চিন্তাভাবনায় ইন্ধন যোগাচ্ছে পর্ণার বড় জা মৌমিতা। সে চায় সৃজনের সাথে নিজের বোনের বিয়ে দিতে। কারণ সে যে পরনের কাছে হেরে যায় কথায় হোক বা কাজে। তার তা মোটেও সহ্য হয়না।

শিবরাত্রিতে পর্ণাকে ভয় দেখিয়ে সৃজনের থেকে দূরে রাখতে চেয়েছিল পর্ণার শাশুড়ি, জা, ভাসুর আর তিন্নি মিলে। তারা সফল হয়েওছে। কিন্তু পর্ণার অফিসের কাজে সুন্দরবন যাওয়া নিয়ে শুরু হয় নতুন করে গন্ডগোল। পর্ণার সিনিয়র সন্দীপনকে মোটে সহ্য করতে পারেনা সৃজন। সে চেয়েছিল যেভাবে হোক পর্ণাকে যাওয়া থেকে আটকাতে।

parna punishes maumita in neem phooler modhu

কিন্তু শত চেষ্টা করেও যখন সেটা হলোনা তখন পর্ণা চলে যাওয়া মাত্রই তার শাশুড়ি উঠেপড়ে লেগেছে সৃজনের সাথে তিন্নির বিয়ে দিতে। তবে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছালেও বিয়েটা পর্ণা কিছুতেই হতে দেবেনা। এর আগেই তার ঝলক প্রোমো দেখা গেছে পর্দায়। এবার মূল পর্বের পালা। দেখা যাচ্ছে পর্ণা সাধিকা সেজে এসে ঝাঁটা হাতে তাড়া করেছে তার বড় জা মৌমিতাকে। দর্শক তো বেশ মজা পেয়েছেন এই দৃশ্যের ঝলক দেখে।

1Minutenewz Google News Subscribe
Back to top button