বাবা সুপারস্টার হলেও ছেলের অনুপ্রেরণা অন্য কেউ! নিজেই জানালেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ

প্রত্যেকটি ছেলে মেয়ের কাছেই তার বাবা মা হল আসল অনুপ্রেরণা। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালামের যদি জীবনী পড়েন, তাহলে দেখা যায়, তিনি নিজেই তাঁর

Saranna

prosenjit chatterjee son trishanjit chatterjee shares about his inspiration

প্রত্যেকটি ছেলে মেয়ের কাছেই তার বাবা মা হল আসল অনুপ্রেরণা। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালামের যদি জীবনী পড়েন, তাহলে দেখা যায়, তিনি নিজেই তাঁর জীবনীতে বলেছেন, তাঁর অনুপ্রেরণা তাঁর বাবা মা। কিন্তু আজ যার কথা বলব, তাঁর বাবা একজন স্টার হয়েও তাঁর কাছে তিনি অনুপ্রেরণা নন।

টলিউডের ইন্ডাস্ট্রি যিনি তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর তাঁর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ও (Trishanjit Chatterjee) কিন্তু একজন সেলিব্রেটি। দেখতে কিন্তু মায়ের মত হনন, একেবারে বাবার মতোই দেখতে হয়েছেন । ডাক নাম মিশুক। ইতিমধ্যেই লম্বায় বাবাকে ছাড়িয়ে গেছেন। এই ছেলের কিন্তু অনুপ্রেরণা বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, তাঁর অনুপ্রেরণা অন্য কেউ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য।

prosenjit chatterjee and son trishanjit chatterjee mishuk

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই পোস্ট করেছেন মিশুক। গত ২ বছরের কোভিড ঝড়ের কারণে হয়নি কলকাতার চলচ্চিত্র উৎসব। আর তাই এ বছরে বেশ গ্র্যান্ড ভাবে শুরু হয়েছিল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবেই উপস্থিত হয়েছিলেন, শাহরুখ খান এবং রানী মুখার্জী। আর শাহরুখ কে দেখেই স্টেডিয়ামে জনতার উচ্ছাস।

এতদিন জানা গিয়েছিল, মিশুক একজন ফুটবল প্রেমী মানুষ। আর তাই মিশুক মেসি ভক্ত৷ তাই ঠাকুর ঘরেও মেসির ছবি লাগানো রয়েছে। কিন্তু এবার দেখা গেল অভিনয় জগতের মধ্যে সে শাহরুখের বিশাল বড় ফ্যান। সোশ্যাল মিডিয়াতে শুধু ছবি নয় সাথে একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে শাহরুখের মত স্টাইলে হাত বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে মিশুককে।

বর্তমানে সে লন্ডনে পড়াশোনা করেছেন। ফুটবলও ভালো খেলে। বাবা প্রসেনজিৎ চান, ছেলে ফুটবল নিয়েই এগোতে ভবিষ্যৎ জীবন। আর যদি অভিনয়ে আসতে চায়, তার জন্যও দরজা খোলা আছে। আগামী দিনে কি হবে সেটাই এখন দেখার অপেক্ষা। তবে তাকে পর্দায় দেখার জন্য যে অনেকেই অপেক্ষায় রয়েছেন সেটা বোঝাই যাচ্ছে।

Related Post