অনুরাগীরা পছন্দের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে জানতে বেশ উৎসুক থাকেন। আর তাই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গবেষণা করেন তাঁরা। পছন্দের অভিনেতা অভিনেত্রী কি করছেন না করছেন সেটা জানার একমাত্র উপায় হল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় ধরা পরে তাদের নানান মুহূর্ত। আর এটা থেকেই অনেক কিছু জানা যায়।
এক অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন, বিদায় নিলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয়। সেই অভিনেত্রীর ছোটোবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পিছনে সমুদ্রের ঢেউ। মা বাবার মাঝে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট অভিনেত্রী। ছবিটি পোস্ট করেছেন রূপান্তর চট্টোপাধ্যায়। তিনি হলেন অভিনেত্রীর ভাই। চিনতে পারছেন ছবিটি দেখে? না পারছেন না। ইনি হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ -র হাত ধরে শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি জীবনের পথচলা। তারপর জনপ্রিয় হয়ে ওঠেন তোমায় আমায় মিলে ধারাবাহিকের ঊষসী চরিত্রের মধ্যে দিয়ে। এরপর একে একে ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে।
কিন্তু আগামী ১৯ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। ইকো পার্কের একটি ব্যাঙ্কোয়েটে বসে। ইন্ডাস্ট্রির অনেক লোক সেখানে উপস্থিত ছিলেন। তাঁর স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী, পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। তবে তিনি কলকাতায় থাকেন না, কাজের সূত্রে তিনি থাকেন বিদেশে। আর তাই সুখে শান্তিতে সংসারের জন্য ১৩ বছরের ইন্ডাস্ট্রি জীবন থেকে দূরে সরে গিয়েছেন।
এখন চুটিয়ে সংসার করছেন। সম্প্রতি রবিবার হাডসন নদীরে ধারে বরকে জড়িয়ে ধরে ছবি দেন রুশা। লেখেন কিছু কথা। এই রোমান্টিক ছবি পোস্ট করে লেখেন , ‘ ভালবাসার চাহনি, বর তোমায় ভালবাসি ।’ অভিনেত্রীর স্বামীও ছবি দিয়ে লিখেছেন, কিনারায় ভালোবাসা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক্ষ্য করলেই দেখা যাবে, দুজনের নানাবিধ মুহুর্তের ছবি।