Sagnik Chatterjee :ভিলেন হোক কিংবা কোনো পার্শ্বচরিত্র, যেকোনো চরিত্রেই নিজের সেরাটা দিয়ে জয় করেছেন দর্শকের মন। এমনই একজন দক্ষ অভিনেতা সাগ্নিক চ্যাটার্জী (Sagnik Chatterjee)। হিরো হওয়ার ইচ্ছা নিয়ে প্রবেশ করেছিলেন অভিনয় জগতে। তবে সময়ের সাথে সাথে ভিলেন চরিত্রে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। একের পর এক সিনেমা ও সিরিয়ালে তিনি তার অভিনীত চরিত্রকে ভীষণ দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন।
ব্যবসা ছেড়ে হিরো হওয়ার স্বপ্ন সাগ্নিকের(Sagnik)
বড় পর্দায় হিরো হবার স্বপ্ন বুকে নিয়ে টলিউডে পা রেখেছিলেন। মিঠুন চক্রবর্তী ছিলেন তার আদর্শ। তাই বাবার ব্যবসা ছেড়ে স্বপ্নের পথ অনুসরণ করেন। তবে অভ্যন্তরীণ রাজনীতির প্যাঁচে হিরো হবার স্বপ্ন তার পূরণ হয়নি। তবে তার কথায় শিল্পী হিসাবে তিনি মনে করেন তার কাজ চরিত্র গুলোকে পর্দায় জীবন্ত করে তোলা। তার পরিশ্রম তাকে সন্মান ও পুরস্কার দুইই এনে দিয়েছে।
পর্দায় অভিনেতাকে ধূসর চরিত্রে বেশি দেখা গেলেও, তার কাছের মানুষরা জানেন তিনি বাস্তবে কতটা সহজ। তবে বাস্তবেও তাকে করতে হয়েছে এক অন্যরকম সংঘর্ষ। একজন যোগ্য বাবা হিসাবে নিজেকে প্রমান করাটা তার কাছে একসময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তার সন্তানই দিয়েছিলেন যোগ্য জবাব। এবার সেই নিয়েই মুখ খুললেন সাগ্নিক।
যোগ্য বাবা হওয়ার চ্যালেঞ্জ
২০০৪ সালে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিচ্ছেদ ঘটে তার ও স্ত্রীর। কিন্তু সেই সময় দুই সন্তানকে স্ত্রীর দ্বায়িত্বে না দিয়ে নিজেই নেন তাদের মানুষ করার ভার। স্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন তিনি পারবেননা ছেলেমেয়ে মানুষ করতে। তবে হাল ছাড়েননি অভিনেতা। অবশেষে ২০১৮ সালে মেয়ে জার্মানিতে পিএইচডি’র সুযোগ পেলে মেয়ে নিজেই তার মাকে বাবার হয়ে জবাবটা দিয়েছিল বলে জানান অভিনেতা। সেদিন তিনি বাবা হিসেবে বেশ গর্বিত হয়েছিলেন। সাথে তার চোখে জল চলে এসেছিল।








