সবই টাকার খেল! দর্শকের কাছে কাবোই আসল বিজেতা, পদ্মপলাশ জিততেই ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি গানের শো হল সারেগামাপা (Saregamapa)। যার পথচলা শুরু হয়েছিল ২০২২ এর ১১ ই জুন। যার অন্তিম পর্ব ঘটে ৫ই

Saranna

saregamapa 2023 grand finale not happy with padma palash winning

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি গানের শো হল সারেগামাপা (Saregamapa)। যার পথচলা শুরু হয়েছিল ২০২২ এর ১১ ই জুন। যার অন্তিম পর্ব ঘটে ৫ই ফেব্রুয়ারি। প্রত্যেক শনি ও রবি সকলেই ৯:৩০ টায় এই শো দেখার জন্য প্রতীক্ষা করে থাকেন। রবিবার সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হয়েছিল এই শোয়ের অন্তিম পর্ব। সেরা ২১ প্রতিযোগীর মধ্যে হওয়া  লড়াইয়ে সিলেক্ট হয়েছেন ৬ জন প্রতিযোগী।

এই ৬ জনের মধ্যে প্রথমে রয়েছেন পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) এবং অস্মিতা কর (Ashmita Kar)। তাঁরাই এবারের বিজয়ীর মুকুট মাথায় তুলে নিলেন। দ্বিতীয়তে রয়েছেন, অ্যালবার্ট কাবো (Albert Kabo)। তৃতীয়তে রয়েছেন সোনিয়া গ্যাজমের। চতুর্থতে ঋদ্ধিমান বিশ্বাস। পঞ্চমে বুলেট বিমান সরকার। তবে পদ্মপলাশ হালদারের মাথায় বিজয়ীর মুকুট দেখে, সকলেই সারেগামাপা বয়কটের ডাক দিল। 

saregamapa 2023 padma palash halder and albert kabo

মঞ্চে গুরুর আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বিচারকের আসনে ছিলেন, শান্তনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য। এছাড়াও মেন্টর হিসেবে দেখা গিয়েছিল, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য এবং জোজোকে। স্পেশ্যাল অতিথি হিসেবে ছিলেন, কুমার শানু এবং সোনু নিগম। বেশ জমজমাট ছিল এই মঞ্চ। 

netigens not happy after padma palash became saregamapa winner

মুশকিল হল গ্র্যান্ড ফিনালেতে যুগ্ম বিজয়ীর নাম ঘোষণা হতেই অভিযোগ উঠছে পক্ষপাতিত্বের। পদ্মপলাশ পন্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র বলে সে প্রথমে স্থান নিয়েছে, এই অভিযোগ উঠতে দেখা গিয়েছে। শুধুমাত্র কীর্তন গান গেয়ে একজন কি করে মুকুট ছিনিয়ে নিতে পারেন? অন্যদিকে ভিউয়ার্স চয়েসে  রয়েছে কাবোর নাম। তাহলে তিনি কেন বিজয়ীর মুকুট পেলেন না। তাঁর ভক্ত অনুরাগী বেশি। প্রথম থেকেই সকলের পছন্দ ছিল কাবোকে। আর তাই নেটনাগরিকরা মনে করছেন বিচারকদের সিদ্ধান্ত ভুল। 

তাই তো নেটিজেনরা লিখেছেন, ‘পদ্ম পলাশ প্রথম থেকে একইগান গেয়ে চ্যাম্পিয়ান বা বা । ভালো ট্যালেন্ট কে নষ্ট করে দেওয়া হলো কাবো উইনার হওয়া উচিত’। আবার এক নেটিজেন অনুরোধ করছেন এই শোয়ের নাম সারেগামাপার বদলে এই শোয়ের নাম আসর দেওয়া হোক বিচারকদের অনুরোধের কীর্তন রক সব শোনা যাবে। 

Related Post