ওটিটির কারণেই ধারাবাহিকের টিআরপি কমছে, চ্যানেল কর্তৃপক্ষের উপর বিস্তর অভিযোগ তারকাদের!

আগে আমাদের হাতে ফোন ছিলনা, তাই আমাদের বিনোদন সঙ্গী ছিল একটায়, সেটা হল টিভি। এই টিভিতেই সিনেমা, গান সব কিছুই ছিল আমাদের বিনোদনের উৎস। তখন

Saranna

serial trp goes down because of ott platform

আগে আমাদের হাতে ফোন ছিলনা, তাই আমাদের বিনোদন সঙ্গী ছিল একটায়, সেটা হল টিভি। এই টিভিতেই সিনেমা, গান সব কিছুই ছিল আমাদের বিনোদনের উৎস। তখন ছিল দূরদর্শন সেই দূরদর্শনে রবিবার বিকাল চারটের সময় ক্লাসিক সিনেমা, অনান্য দিন গান, নাটক, নাচ, সংবাদ সবই ঘিরে ছিল ওই দূরদর্শন এর পর্দায়। আর তখন রঙিন এর যুগ আসেনি খুব একটা। সাদা কালোয় ছিল।

তারপরে এল রঙিন এর যুগ। রঙিনের যুগেও ছিল দূরদর্শন। ধীরে ধীরে এল বড় টিভির রমরমা, সাথে এল কেবেল অপরেটার বা সেটটপ বক্স কানেকশন, এর সাথে সাথে এল নানান ধরনের চ্যানেল। শুধু দূরদর্শন নয়, এল নতুন চ্যানেলের রমরমা। ফলে সবার আগ্রহ গেল নতুন চ্যানেলের দিকে। বর্তমানে সিরিয়াল (Serial) মানুষের বিনোদনের বিশেষ উপায় হয়ে দাঁড়িয়েছে।

serial trp goes down because of ott platform1

 

তারপরে এল স্মার্ট যুগ। স্মার্ট টিভি, স্মার্ট ফোন ইত্যাদি আসার ফলে বদলেই গেল সব কিছু। মানুষ এখন টিভির ধারাবাহিক গুলোর আপডেট পেয়ে যাচ্ছে ফোনে। ওটিসি প্ল্যাটফর্মে মানুষ টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার আগেই দেখতে পেয়ে যাচ্ছে ধারাবাহিকগুলো। আর এতেই দর্শকদের রাগ। কারণ ধারাবাহিকের টিআরপি কাউন্ট হয়, দর্শকদের টিভির পর্দায় দেখার উপর।

কিন্তু সেই টিভির পর্দায় দেখার আগেই মানুষ দেখতে পাচ্ছে ওটিটিতে, ফলে টিআরপি কাউন্টিং এ ধারাবাহিক গুলির রেটিং কমে যাচ্ছে, কিন্তু ওটিটিতে রমরমিয়ে চলছে ধারাবাহিক গুলো। এই সম্প্রতি দেখা গেছে, নবাব নন্দিনী, গোধূলি আলাপ সহ স্টার জলসার আরও বিভিন্ন ধারাবাহিক হটস্টারে দেখা যাচ্ছে। ফলে দর্শকরা সন্ধ্যার সিরিয়াল সকালে দেখে নিচ্ছে। কিংবা সময় মত পরেও দেখে নিচ্ছে, টিভির সময়ের আশায় বসে থাকছে না।

gantchora serial bony change her looks for kunal1

টিআরপি কাউন্টিংও কম হচ্ছে এর কারণে। তাই দর্শকরা কর্তৃপক্ষের কাছে কাতর অনুরোধ জানাচ্ছেন, সকাল সকাল হটস্টারে এপিসোড দেওয়া বন্ধ করুন। এইসব কারণেই টিআরপি কম হচ্ছে, ফলে ধারাবাহিকের কাহিনী ভালো হলেও টিআরপি কমের জন্য পছন্দের ধারাবাহিক গুলো শেষ হয়ে যাচ্ছে। তাই ওটিটিতে আগে সম্প্রচার না করার অনুরোধ জানিয়েছেন।

× close ad