এখন বিনোদন মানেই সাধারণত সিরিয়াল (Serial)। মানুষ সিরিয়াল দেখতে পছন্দ করেন। সিরিয়ালের কলাকুশলীদের পছন্দ করেন। বেশিরভাগ মানুষই সময় কাটানোর মাধ্যম হিসাবে সিরিয়ালকেই বেছে নিয়েছেন। সিরিয়াল না দেখলে অনেকেরই চলেনা। এছাড়াও প্রিয় সিরিয়ালকে ঘিরে তার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা। কোন পর্ব কতটা আনন্দ দায়ক বা বেদনাদায়ক তার বিচার করা, ইত্যাদি তো লেগেই থেকে বিভিন্ন সিরিয়ালের গ্রুপ গুলিতে। তবে সম্প্রতি এপিসোড চুরির (Piracy) প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা গেছে।
বাড়িতে মা-কাকিমা, সবার মাঝেই সিরিয়ালের কোন গল্প সুন্দর, বা কোন অভিনেতা অভিনেত্রীকে দেখতে বেশি ভালো অথবা কে বেশি সুন্দর অভিনয় করতে পারেন সেসব নিয়ে একটা মিষ্টি বাকবিতন্ডা লেগেই থাকে। তবে সিরিয়াল দেখতে ভালোবাসলেও সব সময় নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখা সম্ভবপর হয়না। কিন্তু এই সমস্যার সমাধান করা হয়েছে।
চ্যানেলের নির্দিষ্ট অ্যাপ বার করা হয়েছে যেমন স্টার চ্যানেলের সমস্ত ধারাবাহিক যেকোনো সময় দেখতে পাওয়ার জন্য ‘হটস্টার’ অ্যাপ, আবার জী বাংলার সমস্ত সিরিয়াল যেকোনো সময় দেখার নির্দিষ্ট অ্যাপ ‘Zee5’। এই অ্যাপ গুলির দ্বারা দর্শকের মনোরঞ্জনে যাতে বাধা না পরে সেই ব্যবস্থা করা হয়েছে। বহু মানুষ এই অ্যাপ গুলি ব্যবহার করেন প্রিয় মনরঞ্জন দেখার জন্য।
তবে সম্প্রতি, মুঠোফোনের কারণেই নষ্ট হচ্ছে ধারাবাহিকের টিআরপি। আমরা জানি যে, টেলিভিশনের পর্দায় নির্দিষ্ট সময়ে ধারাবাহিক দেখলে তবেই টিআরপি রেটিং বেড়ে যায়। নাহলে টিআরপিতে বিশেষ ফলাফল দেখা যায় না। অনেকেই হওয়ার সময়ের কারণে প্রায় সিরিয়াল দেখতে অ্যাপ এর ব্যবহার করেন তবে তারাও চেষ্টা করেন যাতে টিভির পর্দায় দেখতে পারা যায়।
আরও পড়ুনঃ সত্যিই ‘দিদি নং১’! সারেগামাপা এর মঞ্চে অভিনেত্রীর গানের গলায় মুগ্ধ অনুরাগীরা, রইল ভিডিও
তবে সাম্প্রতিককালে, বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মাধ্যমে ধারাবাহিকের নতুন এপিসোড গুলি চ্যানেলে টেলিকাস্ট হওয়ার আগেই সোশ্যাল মাধ্যমে তারা দেখতে পেয়ে যাচ্ছেন। আর এর ফলে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে বিনোদন জগতের ব্যবসা। ওটিটি প্ল্যাটফর্ম বা অ্যাপ গুলিতে পয়সার বিনময়ে নতুন এপিসোড আপনি দেখতেই পারেন। কিন্তু এই ক্ষেত্রে কোনো পয়সা খরচ না করেই মানুষ নতুন এপিসোড দেখে ফেলতে পারছেন। ফলে ক্ষতি হচ্ছে বিনোদনের ব্যবসার।
ধারাবাহিকের প্রযোজক তথা লেখিকা লীলা গাঙ্গুলি জানিয়েছেন, এভাবে চললে সকলের পরিশ্রম বৃথা হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। চুরি করাটা কখনোই কাম্য নয়। এটা একটা নিন্দনীয় ব্যাপার আর এটাকে তিনি একটা অপরাধ বলেও মনে করছেন। তাই তার আর্জি এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিয়ে কলাকুশলীদের পরিশ্রমকে ব্যর্থ হওয়া থেকে বাঁচানো।