গায়িকার মুকুটে নতুন পালক! ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন শ্রেয়া ঘোষাল, দেব, ঋতুপর্ণা সহ এই সেলিব্রিটিরা

বাংলা চলচ্চিত্রের সুপারহিরো দেব (Dev)। তাঁর পথচলা শুরু হয়েছিল অনেক বছর আগে। ২০০৬ সালের অগ্নিশপথ (Agnishapath) সিনেমা দিয়ে শুরু হয় তাঁর পথচলা। তবে সে প্রথম

Desk

shreya ghoshal dev rituparna and many more celebrities getting banga bhushan award

বাংলা চলচ্চিত্রের সুপারহিরো দেব (Dev)। তাঁর পথচলা শুরু হয়েছিল অনেক বছর আগে। ২০০৬ সালের অগ্নিশপথ (Agnishapath) সিনেমা দিয়ে শুরু হয় তাঁর পথচলা। তবে সে প্রথম সফলতা পেতে শুরু করেছিল ‘আই লাভ ইউ’ সিনেমার মাধ্যমে। তারপর থেকে একে একে জনপ্রিয় অনেক সব সিনেমা উপহার দিয়েছেন। কখনও আর্ট ফিল্ম আবার কখনও কমার্শিয়াল ফিল্ম, সবেতেই তিনি অতুলনীয়।

২০০৭ সালে যখন ‘আই লভ ইউ’ (I Love You) সিনেমা যখন মুক্তি পায়, তখন গোটা বাংলা দেব (Dev) নামে সাড়া ফেলে দিয়েছিল। দেবের ওই সুঠাম চেহারা, সৌন্দর্যের প্রেমে পাগল সমস্ত বঙ্গ নারীরা। সবাই মুখিয়ে থাকত দেবের ছবি দেখার জন্য। তিনি যে ছবিই করতেন, সেই ছবিই বক্স অফিসে সুপার ডুপার হিট হত। এই সুপারস্টার দেব আজ অভিনয়ের সাথে সাথে পৌঁছে গিয়েছেন রাজনীতিতে। অভিনেতা ছাড়াও তাঁর একটা পরিচয় আছে, তিনি এখন ঘাটালের সংসদ। অভিনয় এবং রাজনীতি দুটোই তিনি খুব ভালোভাবে করেন।

shreya ghoshal dev rituparna and many more celebrities getting banga bhushan award

তবে সম্প্রতি একটা সংবাদ শোনা গেল, দেবের মাথায় নয়াপালক জুড়ছে। দেব পাচ্ছেন ‘বঙ্গভূষণ’ (Banga Bhushan) সম্মান। আগেই তিনি মহানায়ক খেতাব পেয়েছেন। এবার পাচ্ছেন এই পুরস্কার। সোমবার বিকাল ৪ টের সময় নজরুল মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই পুরস্কারের আমন্ত্রণ পত্র রাজ্য সরকার দেবের কাছে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ দীপাকে ছেড়ে সূর্যর জীবনে এল নতুন নারী! রানী রাসমণির সাথে জুটি বাঁধছেন অভিনেতা দিব্যজ্যোতি

সেই আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় দেব শেয়ার করেছেন, আমন্ত্রণ পত্রে লেখা ছিল, ‘বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপানার গৌরবে আমরা গৌরবান্বিত।’ shreya ghoshal dev rituparna and many more celebrities getting banga bhushan award

এখানেই শেষ হয়নি লেখা , সেখানে আরও লেখা ছিল, ‘বাংলা চলচ্চিত্র আপনার সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই ২০২২, সোমবার, বিকেল ৪ টেয় কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করতে আগ্রহী। আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।’ দেব একজন অভিনেতা হিসাবে অভিনয়ে যেমন দক্ষ তেমনই রাজনীতিবিদ হিসাবেও তিনি অনন্য। দেবকে বাংলার সকলেই খুব ভালোবাসেন।

আরও পড়ুনঃ মোহময়ী রূপে ধরা দিলো ‘মিঠাই’ অভিনেত্রী! মিঠাই নাকি নন্দা সৌন্দর্যে কে বেশি সুন্দরী, রইল ছবি

এই খবর প্রকাশ্যে আসার পর দেব অনুরাগীরা বেশ উচ্ছসিত। তবে শুধু দেব নন, এই মঞ্চে অনেক গুণী মানুষকে এই সম্মান দেওয়া হবে। সুর সাম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী, গায়িকা কৌশিকি চক্রবর্তী, শরদ বাদক দেবজ্যোতি বসু সহ আরও অনেকে। থাকছেন বঙ্গভূষণ প্রাপ্তের তালিকায়।

Related Post