দুর্দান্ত গানের গলা থেকে ভুবন ভোলানো হাসি, কিন্তু কেন চাপ দাড়ি? নিজেই জানালেন গায়ক অরিজিৎ সিং

ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে একজন জনপ্রিয় শিল্পী হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিৎ সিং একজন ভালো শিল্পী হওয়ার সাথে সাথে একজন খুব ভালো মনের মানুষও। এতো

Desk

singer arijit singh says why he don't cut his long bread

ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে একজন জনপ্রিয় শিল্পী হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিৎ সিং একজন ভালো শিল্পী হওয়ার সাথে সাথে একজন খুব ভালো মনের মানুষও। এতো বড়ো শিল্পী হওয়া সত্ত্বেও মাটির সাথে মিশে থাকতে ভালোবাসেন তিনি। আকাশ ছোঁয়া সুনামেও এতটুকু অহংকার নেই এই শিল্পীর। সাধারণ মানুষের ভিড়ে অনায়াসেই মিশে যেতে পারেন তিনি।

সম্প্রতি তার একটি কনসার্টে গাওয়া পুরোনো কিছু গান নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তার সেই গানের টুকরো টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। তার গানের স্রোতে সকলেই ভাসতে থাকেন। কেউ সুখী হোক বা দুঃখী বা প্রেমিক-প্রেমিকা অরিজিৎ সিংয়ের (Arijit singh) গান সব ক্ষেত্রেই সেরা। কিছুদিন আগে জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুর পর তার স্মরণে অরিজিৎ সিং ‘ইয়ারো’ গানটা গেয়েছিলেন। তার সেই অসাধারণ গানের সুর সকলের অন্তরে বেজে উঠেছিল।

singer arijit singh says why he don't cut his long bread

অরিজিৎ সিংয়ের দাড়ি না কাটার কারণ (why Arijit Singh don’t cut his long bread)

একজন বিখ্যাত শিল্পী হয়েও খুব সাধারণ থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। তাকে বেশ কয়েকবার শহরের ব্যস্ত রাস্তায় একজন সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে দেখা গেছে বিভিন্ন ভিডিওয়। তিনি একজন সাধারণ বাবার মতোই সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। অরিজিৎ সিং থাকেন জিয়াগঞ্জে। তিনি নিজের সন্তানকে জিয়াগঞ্জের একটি সাধারণ স্কুলেই ভর্তি করিয়েছেন।

তবে এই গায়কের অনুগামীদের একটা প্রশ্ন আছে তা হল তিনি দাড়ি কাটেননা কেন। এতো বড়ো একজন গায়কের এরকম এলোমেলো চুল মুখ ভর্তি দাড়ি কেন সর্বদা ? এর পিছনে কি অন্য কোনো কারণ আছে ? নাকি তিনি দাড়ি কাটতে ভালোবাসেনা ? আর দর্শকের এই প্রশ্নই তার সামনে তুলে ধরলেন কমেডি কিং কপিল শর্মা (Kapil Sharma)।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@arijitsingh)

সম্প্রতি এই জনপ্রিয় গায়ককে ‘দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)’তে দেখা গিয়েছিলো। কপিল গায়কের সাথে আড্ডা দিতে দিতে তাকে দর্শকের তরফে এই প্রশ্নটি করে বসেন যে, সে দাড়ি কেন কাটতে চায়না ? এর পিছনে কি কোনো বিশেষ কারণ আছে ? অভিনেতা একটা সরল হাসি দিয়ে উত্তর দেন তিনি কেবল জিয়াগঞ্জে গিয়েই দাড়ি কাটেন। মুম্বাইতে থাকাকালীন দাড়ি কাটেননা। কারণ মুম্বাইতে দাড়ি কাটতে খরচ বেশি হয়।

তার এই উত্তর শুনে অনুরাগীরা বেশ অবাক হয়েছেন। সাথে মুগ্ধও হয়েছেন এত বড়ো একজন সংগীতশিল্পীর এমন কথা শুনে। তার মতো অতবড়ো গায়কের টাকার অভাব নাকি ? তবুও তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতো সঞ্চয়ী। তার এমন কথাতেই স্পষ্ট বোঝা যায় তিনি কতটা মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন।

Related Post