প্রযোজকদের কাছের হলে আমি ঠিকই কাজ পেয়ে যেতাম, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সোমা চক্রবর্তীর

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমা চক্রবর্তী (Soma Chakraborty)। একসময় যাত্রা থেকে বড় পর্দা সকল জায়গাতেই তিনি অভিনয় করেছেন। সুপার ডুপার হিট ছবিতে তাঁকে

Saranna

soma chakraborty explosive comments about tollywood industry

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমা চক্রবর্তী (Soma Chakraborty)। একসময় যাত্রা থেকে বড় পর্দা সকল জায়গাতেই তিনি অভিনয় করেছেন। সুপার ডুপার হিট ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যেত। এমনকি ছোটো পর্দাতেও তিনি অভিনয় করেছেন। তবে এখন আর তাঁকে দেখা যায়না। নিত্যনতুন অভিনেত্রীদের ভিড়ে, তিনি যেন কোথায় হারিয়ে গেছেন।

শেষবার অভিনেত্রী সোমা চক্রবর্তী (Soma Chakraborty) দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ- এ। এছাড়াও তিনি মিঠাই ধারাবাহিকেও অভিনয় করেছেন। যদিও তার আগে অনেক ধারাবাহিকেই অভিনয় করেছেন। যদিও এইসব ধারাবাহিকে একটানা অভিনয় করতে দেখা যায়নি। কিছুদিনের জন্য অভিনয় করেছেন। তবে বর্তমানে কোথাও তাঁর দেখা মিলছে না।

soma chakraborty explosive comments about tollywood industry

আসল কারণ হল, তাঁর স্বামীর ক্যানসার ধরা পড়ে। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নতুন কাজ করার ক্ষমতা তাঁর ছিল না। তাই তাঁর হাত থেকে নতুন নতুন কাজ হাতছাড়া হয়ে যায়। তাই এখন তিনি কাজ কেন পাচ্ছেন না, এ নিয়ে টেলিভিশনের প্রতি তাঁর ক্ষোভ নেই। তিনি মনে করেন এটা তাঁর নিজের ভাগ্যের দোষ।

ইন্ডাস্ট্রি জীবনে তিনি কাটিয়েছেন ২৮-৩০ বছর হল। তাও তিনি কাজ পাচ্ছেন না, এখন। এটা একটু অস্বাভাবিক লাগে তাঁর কাছে। তিনি মনে করেন, অভিনয়ের যোগ্য নয় বলেই তাঁকে কেউ খোঁজে না। তিনি আক্ষেপের সুরে বলে, টেলিভিশন খুললে দেখা যায় এত সিরিয়াল, তাতে এত লোক পাঠ করছে, তবু আমার জায়গা হয়না। তাহলে আমার খুঁত টা কোথায় ? একটাসময় ডিরেক্টর আমাকে দিয়ে একটা ছেড়ে চার চারটে ছবি করিয়েছে, কিন্তু এখন একটা ডিরেক্টরও ডাকে না। তাহলে কি আমি কিছুই পারি না?

আরও পড়ুনঃ সত্যিই সুপারস্টার লক্ষী কাকিমা, কিন্তু TRPতে হিট হতেই পড়ল বাজ! ভাইরাল সিরিয়ালের নতুন প্রোমো

তিনি আফসোসের সুরে এও জানান, আমি টেলিভিশনের বিখ্যাত চ্যানেলগুলোর কাছে গিয়েছিলাম কাজের জন্য, তারা বলেছিল চার দিন পর তোমাকে ফোন করে জানানো হবে। কিন্তু সেই ফোন আর আসেনি। আসলে প্রযোজকদের যদি কাছের লোক হতাম তাহলে নিশ্চয়ই আমার কাছে ফোন আসত, আমার পরিবারের সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়ে যেত।

Related Post