‘বাংলার জামাই’ সোনু নিগম! দেব প্রসেনজিতের ‘কাছের মানুষ’ ছবিতে গান গেয়েও নিলেন না টাকা, রইল কারণ

বাংলা হোক বা হিন্দি গানে গানে কোটি কোটি শ্রোতা ও দর্শকদের মন জিতেছেন সোনু নিগম (Sonu Nigam)। একসময় বলিউডের ছবি মানেই তাতে থাকবে সোনু নিগমের

Nandini

sonu nigam retuened fees for singing mukti dao son of kacher manush movie dev prosenjit

বাংলা হোক বা হিন্দি গানে গানে কোটি কোটি শ্রোতা ও দর্শকদের মন জিতেছেন সোনু নিগম (Sonu Nigam)। একসময় বলিউডের ছবি মানেই তাতে থাকবে সোনু নিগমের গান। গানের প্লেব্যাক থেকে সঞ্চালনা, সবেতেই সেরা তিনি। বলিউডের প্রথমসারির অভিনেতা শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে আমির অক্ষয় সকলেই তার গানে রোমান্টিক ডান্স করে ফেলেছেন! এছাড়াও আরও একাধিক অভিনেতার হয়ে প্লেব্যাক করেছেন তিনি।

অবশ্য শুধুই হিন্দি গানে নয় বরং বাংলা গানের জেরেও জনপ্রিয়তা কম হয়নি তাঁর। মাঝে বেশ কিছুদিন বলিউডের প্লেব্যাক থেকে বিরতি নিয়েছিলেন ঠিকই। তবে পুজোর আগে দেব (Dev) ও প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এর বাংলা ছবি ‘কাছের মানুষ’ (Kacher Manush) এর জন্য  ‘যদি ভালবাসো, আমায় মুক্তি দাও’ (Amai Mukti Dao) গানটি গেয়েছেন। ইতিমধ্যেই সেই গান লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে। আর এদিন গানের লঞ্চে কলকাতায় এসে হাজির হয়েছিলেন সোনু নিগম।

sonu nigam singing

তবে জানলে হয়তো অবাক হবেন, এমন সুন্দর একটি গান গাওয়ার জন্য পাওনা পারিশ্রমিক টুকুও ফিরিয়ে দিয়েছেন সোনু নিগম। গানের ‘যদি ভালোবাসো, আমায় মুক্তি দাও’ এই লাইনটি সারাজীবন মনে গেঁথে যাওয়ার মত। এই গান গাওয়ার পর বেশ আবেগঘন হয়ে পড়েছিলেন নিজেই শেষটা জানান গায়ক।

‘মুক্তি দাও’ গানটির কথা ও সুরকার হলেন নীলায়ান চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকে দর্শক সংখ্যা ছাড়িয়েছে ১.৫ মিলিয়ন। এত লোকের মন ছুঁয়েছে গানটি তাতেই খুশি গায়ক। তাই গানের জন্য নিজের পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছেন সোনু নিগম।

jodi valobaso amai mukti dao song by sonu nigam kacher manush movie launch event at kolkata

প্রসঙ্গত, এই ছবির শুধু গান নয় কাহিনী থেকে কাস্টিং সবেতেই রয়েছে চমক। ছবির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, দেব তথা কুন্তলের মা বড় অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, অথচ অনেক চেষ্টা করেও একটা ভালো কাজ জুটছে না তাঁর। এমন সময়েই মৃত্যুদ্যুত হয়ে হাজির হন প্রসেনজিৎ তথা সুদর্শন, যিনি ছবিতে একজন বিমা সংস্থার এজেন্ট।

ছবিতে বহুদিন পর একসাথে কাজ করতে দেখা যাবে দেব ও প্রসেনজিৎ চ্যাটার্জিকে। সাথে দেবের বিপরীতে নায়িকার চরিত্রে থাকছেন ঈশা। আগামী ৩০শে সেপ্টেম্বর মহা পঞ্চমীতেই রিলিজ হচ্ছে ছবিটি। আশা করা হচ্ছে বাংলা ছবি প্রেমী দর্শকেরা এই ছবি দেখার জন্য ভিড় জমাবেন সিনেমা হলে।

Related Post