গসিপবিনোদনসিরিয়াল

ভুল ভাঙতেই দীপার কাছে ছুটে এলো সূর্য, স্বীকার করে নিল তার ভালোবাসার কথা!

স্টার জলসার (Star Jalsha ) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সূর্য দীপার মাঝে বর্তমানে অগুনতি ভুল বোঝাবুঝির পাহাড়। তারা দিন দিন যেন কাছাকাছি থেকেও সমানে দূরে চলে যাচ্ছে। তাদের মেয়েদের কারণে এক অদৃশ্য সুতো তাদের বেঁধে রেখেছে। যা সাথ ছাড়লেও হাত ছাড়তে দেয়নি সূর্য দীপাকে। তবে কবে এই জুটির আবার মিল হবে তার জন্য দর্শক বড়োই অধীর হয়ে আছেন।

সম্প্রতি, রুপার আসল পরিচয় জানতে পেরেছে সূর্য। কিন্তু তার ভুলটাই তার কাছে অধিক মাত্রায় ঠিক তাই সে দীপাকে আবার ভুল বুঝেছে। আর দীপাকে শাস্তি দিতে তার মেয়ে রুপাকে নিজের কাছে সরিয়ে এনে রেখেছে। আর অন্যদিকে দীপা চেয়েও সত্যিটা বলতে পারছেনা সূর্যকে। দীপা জানে সে সূর্যকে সত্যি বললেও সূর্য ভুলটাই বুঝবে আর তাকে তার আরেক মেয়ের থেকে আলাদা করে দেবে।

in anurager chhowa surja realise he is wrong about deepa

তাই নিরুপায় দীপা চেয়েও মুখ খুলতে পারছেনা। আর এর প্রভাব পড়ছে ছোট্ট রুপার শিশু মনে। সে মাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারেনা। শুধুমাত্র সে তার মাকে আর দিদিভাইকে কথা দিয়েছে বলে যে সে তার মাকে খেলায় হেরে যেতে দেবেনা। তবে সোনা আর রুপা দুইজনেই এখন অসুস্থ। আর একজন তার মায়ের কাছে আছে।

আর অন্যজন তার বাবার কাছে। সম্প্রতি, কবিরকে রাস্তায় দেখে ফেলে সূর্য। একদিন কবিরকে জড়িয়েই সূর্য দীপাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিল। আর আজ সেই কবিরকে দেখেই আর নিজেকে ঠিক রাখতে পারেনি সে। সে সরাসরি কবিরকে গিয়ে প্রশ্ন করলে জানতে পারে। যে দীপা তার স্ত্রী নয়। এমনকি কবির জানায় যে রুপাও কবিরের সন্তান নয়।

in anurager chhowa surja confess his love for deepa

বরং রুপা তারই অর্থাৎ সূর্যরই সন্তান। কিন্তু বিয়ের বিষয়টা নিয়ে সূর্যর ভুল ভাঙলেও রুপা তার সন্তান এই কথাটা সে মেনে নিতে পারেনি এখনও। তবে এতটা সত্যি যখন সামনে এসেছে তখন খুব তাড়াতাড়ি সূর্যর সম্পূর্ণ ভুল ভাঙবে সেই আশায় করছেন দর্শক। এছাড়াও আগামী পর্বে দেখা যায় সূর্য দীপার কাছে পৌঁছে গেছে আর দীপাকে বলছে সে দীপাকে বড্ড ভালোবাসে। তাহলে কি সূর্য সবটা জানলো অবশেষে? তা আগামী পর্বে চোখ রাখলেই বোঝা যাবে।

1Minutenewz Google News Subscribe
Back to top button