মোটা টাকার চাকরি ছেড়ে অভিনয়ে, আজ নিজের দমে দর্শকদের হৃদয় জিতেছেন এই ৫ টেলি তারকা

কথায় আছে, ‘যার যাতে মজে মন’। এই প্রবাদ টা প্রত্যেকেরই জীবনের সাথে মিলে যায়। সত্যিই যেখানে যার মন মজে সে সেখানেই থাকতে ইচ্ছুক হন। আর

Saranna

television actors who left their jobs for acting and became sucessfull

কথায় আছে, ‘যার যাতে মজে মন’। এই প্রবাদ টা প্রত্যেকেরই জীবনের সাথে মিলে যায়। সত্যিই যেখানে যার মন মজে সে সেখানেই থাকতে ইচ্ছুক হন। আর যেখানে মন মজেনা হাজার চেষ্টা করলেও সেখানে সে থাকতে পারে না। কারণ ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজই সফল হয় না। বহু মানুষ পরিস্থিতির চাপে পরে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করে থাকেন। কিন্তু সফল হতে পারেননা। বা সফল হতে খানিকটা বেগ পেতে হয়।

আজ এমনই কয়েকজন তারকার কথা বলব, যাদের জীবনের সাথে এই প্রবাদ টা খুবই মিলে যায়। ইন্ডাস্ট্রিতে এমন কিছু তারকা রয়েছে যারা অভিনয়কে ভালোবেসে বড় বড় চাকরি ছেড়ে দিয়ে এসেছেন অভিনয় জগতে। অভিনয় ভালোবেসেছিলেন বলেই দশটা পাঁচটা চাকুরী জীবনে তাদের মন টেকেনি। তাদের মন মজেছিল এই অভিনয় জগতেই। আসুন দেখে নিই কোন কোন তারকা এই তালিকায় পড়ছে।

চাকরি ছেড়ে যে তারকারা অভিনয়কে বেছে নিয়েছেন :

তৃণা সাহা (Trina saha) : অভিনেত্রী তৃণা সাহা, অর্থাৎ সকলের প্রিয় গুনগুন। তাঁর অভিনয় যাত্রা শুরু হয় বড় পর্দা দিয়ে, ২০১৫ সালের ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবি দিয়েই শুরু হয়েছিল তাঁর অভিনয় যাত্রা। এরপর বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন। বড় পর্দার পর ছোটো পর্দায় ২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে ডেবিউ করেন।

khorkuto serial actress trina saha busy in her upcoming film

বর্তমানে সে এখন ওয়েব সিরিজ ‘মার্ডার বাই দ্যা সি’ তে অভিনয় করেছেন। এই এত সুন্দর কেরিয়ার জীবনের কথা তিনি ভাবেননি। তিনি চেয়েছিলেন শিক্ষিকা হতে। তাই এমবিএ, সিএস নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষে দিল্লিতে মোটা মাইনের চাকরিও  করতেন। কিন্তু সেই চাকরি তাঁর পছন্দ ছিল না। তাই সেই চাকরি ছেড়ে এলেন অভিনয় জগতে।

বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) : সকলের প্রিয় পরম। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ ধারাবাহিকে পরমের চরিত্রে অভিনয় করে এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে, তাঁকে সবাই পরম বলেই চেনেন। বর্তমানে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে, জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে লিড চরিত্রে। অভিনেতা অভিনয়ে আসার আগে একটা ভালো বেতনের চাকরি করতেন।

television actors who left their jobs for acting and became sucessfull

তাঁর প্রথম অভিনয় ‘প্রফুল্ল’ নামক একটি ধারাবাহিকে, তিনি কাজ করেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবে। তখন সবেমাত্র গ্র্যাজুয়েশন পাশ করেছেন। এরপরেই তাঁর মনে হল, মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে চাকরি করা দরকার। তাই টিসিএস-এ দেড় বছর কাজ করেন। তারপর অভিনয় জগতে আবার ফিরে আসেন। সুযোগ পান জি বাংলার ‘রাজযোটক’ ধারাবাহিকে।

television actors who left their jobs for acting and became sucessfull

জয়ী দেবরায় (Joey Debroy) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘হৃদয় হরণ বি এ পাস’ এ অভিনয় করে সকলের মন জয় করে নেন। তাঁর পরিবারের কেউ চাননি, এই অভিনয় জগতে আসুক। তাই সে ইঞ্জিনিয়ারিং এর পরে এমবিএ ডিগ্রি লাভ করে। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। কিন্তু সেই কাজ ছেড়ে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন।

television actors who left their jobs for acting and became sucessfull

সানন্দা বসাক (Sananda Basak) : গোয়েন্দা গিন্নি, জয়ী, নেতাজী, প্রথমা কাদম্বিনীর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এই অভিনেত্রী অভিনয়ে আসার আগে সাড়ে চার বছর ধরে মোটা মাইনের চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে আসেন অভিনয় জগতে। তবে পর্দায় অভিনেত্রীর অসাধারণ অভিনয় সকলের মন জয় করতে সক্ষম হয়েছে।

সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee) : এই অভিনেতাকে বর্তমানে মিঠাই ধারাবাহিকে জামাই রাজীবের চরিত্রে দেখা যাচ্ছে। এই অভিনেতা এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। শুধু ধারাবাহিক নয়, বড় পর্দাতেও অভিনয় করেছেন।

television actors who left their jobs for acting and became sucessfull

যেকোনো এরকম চরিত্রেই তার অভিনয় অনবদ্য। সৌরভ অভিনয়ে আসার আগে ছিলেন একজন সরকারি চাকুরীজীবি। সেই চাকরি ছেড়ে তিনি আসেন অভিনয়ে।

Related Post