কে বলেছে বাংলা ধারাবাহিক (Bengali Serial) মানেই শুধু পরকীয়া আর কূটকাচালি? সব জিনিসেরই সদর্থক এবং নঞর্থক দিক রয়েছে। আজও এমন অনেক বাংলা ধারাবাহিক রয়েছে যেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর মানুষের মনে রয়ে গেছে। আর সেই ধারাবাহিকের কাহিনী গুলো রচিত হয়েছিল বিশিষ্ট সাহিত্যিকদের সাহিত্যকর্মের উপর। তাই সব ধারাবাহিক একরকমের নয়, ধারাবাহিকেও রয়েছে সুন্দর সৃষ্টিকর্ম। আজ জেনে নেওয়া যাক বাংলার সেই সমস্ত ধারাবাহিকের কথা, যা আজও মানুষের মনের মনিকোঠায় বর্তমান।
সুবর্ণলতা (Subarnalata) : বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্ক লেখিকা আশাপূর্ণা দেবী। যাঁর উপন্যাস মানুষকে কাঁদিয়েছে, ভাবিয়েছে, আবেগিত করে তুলেছে। সেই জনপ্রিয় লেখিকার এক জনপ্রিয় সাহিত্য সৃষ্টি হল সুবর্ণলতা। জি বাংলা ২০১০ সালে সুবর্ণলতা উপন্যাস নিয়ে একটি ধারাবাহিক তৈরি করেন, যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। সুবর্ণলতার চরিত্রে অভিনয় করেন অনন্যা চ্যাটার্জী। আজও সোশ্যাল মিডিয়া খুললে যখন এই ধারাবাহিকের ক্লিপ সামনে আসে, মানুষ আজও উৎসাহের সহিত এই ক্লিপ দেখেন।
প্রথম প্রতিশ্রুতি (Pratham Pratishruti) : লেখিকা আশাপূর্ণা দেবীর আরও একটি সাহিত্য সৃষ্টি প্রথম প্রতিশ্রুতি। এই উপন্যাসটি যে পড়েছে সেই হারিয়ে গেছে সত্যবতীর চরিত্রে। এই কালজয়ী উপন্যাস নিয়ে কালার্স বাংলা ২০১৮ সালে ধারাবাহিক তৈরি করেন। সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিলী আচার্য্য।
কপাল কুন্ডলা (Kopalkundola) : বাংলা উপন্যাসের জনক যিনি তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সম্রাটের উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হল কপালকুণ্ডলা। এই সাহিত্য নিয়ে ২০১৯ সালে স্টার জলসা তৈরি করেন কপালকুণ্ডলা ধারাবাহিক। এই ধারাবাহিকে কপালকুণ্ডলা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমি চ্যাটার্জী।
চোখের বালি (Chokher Bali) : রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাস হল চোখের বালি। ২০১৫ সালে জি বাংলা এই সাহিত্য নিয়ে তৈরি করেন চোখের বালি ধারাবাহিক। যেখানে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া গাঙ্গুলী, মহেন্দ্রর চরিত্রে অভিনয় করেছেন রোহিত সামন্ত, আশালতার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা রয় এবং বিহারীর চরিত্রে অভিনয় করেছেন রেজোওয়ান রাব্বানী শেখ।
কেয়া পাতার নৌকো (Keya Patar Nouka) : প্রফুল্ল চন্দ্র রায়ের লেখা বিখ্যাত উপন্যাস হল ‘কেয়া পাতার নৌকো’। জি বাংলা ২০১১ সালে এই উপন্যাস নিয়ে তৈরি করেন কেয়া পাতার নৌকো। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গেছে ইপ্সিতা মুখার্জী এবং দেবোত্তম মজুমদারকে।
ক্ষীরের পুতুল (Khirer Putul) : শিশু সাহিত্যের লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সৃষ্টি হল এই ক্ষীরের পুতুল। ২০২০ সালে জি বাংলা কল্প উপন্যাসের কাহিনী নিয়ে তৈরি করেন ক্ষীরের পুতুল ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সুমন দে এবং সুদীপ্তা রায় কে।