টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে অনেকেই পা দিয়েছেন বলিউডে। এই দৃষ্টান্ত ইন্ডাস্ট্রিতে বহু রয়েছে। বারবার যার উদাহরণ সবসময়ই চোখে পড়ে সেটা হল অদ্রিজা রায়। টলিপাড়া থেকে সোজা উড়ে গেছেন মুম্বাই নগরীতে। সেখানে গিয়ে নিজের স্থায়ী ঠিকানা করে নিয়েছে। এবারে আরও এক ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী পাড়ি দিলেন বলিউডে, যা টলিপাড়ার গর্বের বিষয়। সেই জনপ্রিয় অভিনেত্রী হলেন, অঙ্কিতা চক্রবর্তী (Ankeeta Chakraborty)।
২০০৯ সালে জি বাংলার অগ্নিপরীক্ষা ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি যাত্রা। তারপর একে একে বিন্নি ধানের খই, ইষ্টিকুটুম, ফাগুন বউ , ভূমিকন্যা, ইন্দ্রাণী সহ আরও অনেক ধারাবাহিক। ইষ্টিকুটুমের কমলিকা চরিত্র তাঁর জীবনের একটা মাইলফলক এরপর ইন্দ্রাণী ধারাবাহিকে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। ইন্দ্রাণী ধারাবাহিক ৯ এপ্রিল শেষ হয়ে গেছে। তারপর আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি।
তবে এবার দেখা যাবে স্টার প্লাসে। বাংলা থেকে সোজা হিন্দিতে পদার্পণ তাঁর। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় আসছে হিন্দি ধারাবাহিক ‘ঝনক’। এই ঝনক হিন্দি ভাষায় হলেও ধারাবাহিকের কাস্টিং সব টলিউড ইন্ডাস্ট্রির। এই ধারাবাহিকে অঙ্কিতাকে দেখা যাবে এক মানসিক প্রতিবন্ধীর ভূমিকায়। নায়কের বোনের চরিত্রে থাকবেন। কেমন হতে চলেছে এই চরিত্রটি?
স্টার জলসার ‘জল নূপুর’ ধারাবাহিক সম্পর্কে প্রায় সকলেই অবগত। ওই ধারাবাহিকে পাড়ি পাগলীর চরিত্র যেমন ছিল, সেরকমই হতে চলেছে। একটি ফ্রক পরে শিশুদের মতো অভিনয় করবেন। দেখা যাক কেমন হয়। দর্শকরা কতটা সুন্দর ভাবে নেয় সেটাই দেখার। প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সাথে ১০ বছর বন্ধুত্বের পর প্রান্তিককে বিয়ে করেছেন অঙ্কিতা।
আরও পড়ুনঃ ‘গুড্ডি’ শেষ হতেই বলিউডে পাড়ি! নতুন ভাবে পর্দায় ফিরবেন রণজয়-শ্যামৌপ্তি
এবছর ১ জানুয়ারী তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন হল। কর্মসূত্রে প্রান্তিক থাকে কলকাতায় আর অঙ্কিতা থাকেন মুম্বাইয়ে। এইভাবেই তাদের সংসার অতিবাহিত হচ্ছে। দুজনে এইভাবেই ভালো আছেন। আর এভাবেই থাকবেন আজীবন কখনো তারা একঘেয়ে সংসার জীবন কাটাতে চায়নি। প্রান্তিক এখন পাহাড়ে ঘুরছে, আর অঙ্কিতা চুটিয়ে শ্যুটিং করছেন।