২৩ বছর দর্শকের বিনোদনের সঙ্গী জী বাংলা! রইল নতুনের ভিড়ে আজও জনপ্রিয় পুরোনো সিরিয়ালের তালিকা

বাংলা টেলিভিশন চ্যানেলে, দূরদর্শন ছিল মূল বিনোদনের চ্যানেল। তখন ছিল সাদা কালো টিভি। এরপর এল রঙিন টিভি, সাথে এল নানান রকমের চ্যানেল। সব মানুষেরই নতুন

Saranna

these zee bangla past serials are always memorable for viewers

বাংলা টেলিভিশন চ্যানেলে, দূরদর্শন ছিল মূল বিনোদনের চ্যানেল। তখন ছিল সাদা কালো টিভি। এরপর এল রঙিন টিভি, সাথে এল নানান রকমের চ্যানেল। সব মানুষেরই নতুন জিনিসের প্রতি একটা টান থাকে, তাই নতুন চ্যানেল যখনই এল তখনই ফিকে হয়ে গেল দূরদর্শন। এই নতুন চ্যানেলের মধ্যে বর্তমানে জনপ্রিয় এবং প্রচলিত একটি চ্যানেল হল জি বাংলা (Zee Bangla)। এই জি বাংলার পথচলা শুরু হয়েছিল, ১৯৯৯ সালের ১৫ ই সেপ্টেম্বর।

অর্থাৎ দেখতে দেখতে ২৩ টা বছর পার করল এই চ্যানেল। যখন এই চ্যানেল লঞ্চ হয়, তখন এর নাম ছিল, ‘আলফা টিভি বাংলা’ (Alpha TV Bangla)। ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত আলফা টিভি বাংলা নামেই চ্যানেলটি টেলিভিশনে দেখানো হচ্ছিল। তারপর ২০০৫ এর মার্চ মাসে, এর নাম হয় জি বাংলা। সে যায় হোক, ২৩ টা বছর পার করেছে এই চ্যানেল। জি বাংলার থেকে স্মরণীয় অনেক  ধারাবাহিক উপহার পেয়েছি আমরা। একবার পিছনে ফিরে দেখে নেওয়া যাক, সেই নস্টালজিক ধারাবাহিক গুলো।

these 4 zee bangla past serials

জী বাংলার স্মরণীয় কিছু ধারাবাহিক :

ek akasher niche

এক আকাশের নীচে (Ek Akasher Niche) : এই ধারাবাহিকের সূচনা হয়েছিল, ২০০০ সালের ২৪ শে জুলাই, আর সমাপ্তি ঘটে, ২০০৫ সালের ২৮ শে জানুয়ারি। তখন চ্যানেলের নাম আলফা বাংলায় ছিল। জি বাংলার প্রাচীনতম ধারাবাহিক। এই ধারাবাহিকের কাহিনী ছিল, একটা বাঙালি পরিবারের নিত্যদিনের সুখদুঃখের কাহিনী। বর্তমান সময়ের জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীরা এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন। যেমন – সুমিত্রা মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রজতাভ দত্ত, শাশ্বত চ্যাটার্জী, ঋতা দত্ত চক্রবর্তী, অপরাজিতা আঢ্য সহ আরও প্রবাদপ্রতিম অভিনেতারা।

raja and gaja

রাজা অ্যান্ড গজা (Raja & Gaja) : হাস্য কৌতুক ধর্মী ধারাবাহিক ‘রাজা অ্যান্ড গজা’ তে মজেছিলেন আট থেকে আশি সকলেই। এটি শুরু হয়েছিল ২০০৭ সালে। দুষ্টু মিষ্টি মজার কাণ্ডকারখানাতে মত্ত থাকত রাজা আর গজা। রাজার চরিত্রে অভিনয় করেছিলেন, জনপ্রিয় অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় আর গজার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। বর্তমানে দুজনেই এখন সিরিয়াস চরিত্রে মত্ত, কিন্তু রাজা অ্যান্ড গজাতে দুজনেই ফাজলামিতে পরিপূর্ণ ছিল। যতই অন্য ধারাবাহিকের অন্য চরিত্রে অভিনয় করুক না কেন, সেইসময়ের দর্শকরা এখনও তাদের রাজা আর গজা বলেই ডাকে।

subarnalata

সুবর্ণলতা (Subarnalata) : বিখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজির একটি পার্ট সুবর্ণলতা, সেই উপন্যাসের কাহিনী নিয়ে ২০১০ সালে জি বাংলায় সম্প্রচারিত হল নতুন ধারাবাহিক ‘সুবর্ণলতা’। উনবিংশ শতাব্দীতে এসে, একজন নারী কীভাবে সমাজের কঠোর সংস্কারের প্রতিবাদ জানাচ্ছে, তাই নিয়েই গড়ে উঠেছিল সুবর্ণলতা। এই ধারাবাহিক এখনও মানুষ ভুলতে পারেনি। এখানে অভিনয় করেছিলেন, জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী, বিশ্বনাথ বসু, সাবিত্রী চ্যাটার্জী সহ আরও প্রবাদপ্রতিম অভিনেতারা।

goyenda ginni

গোয়েন্দা গিন্নি (Goyenda Ginni) : সংসার সামলে এক গৃহিণীর লুকিয়ে রাখা অপরাধের উপর থেকে পর্দা সরানোর গল্প। তিনি কোনো ভারপ্রাপ্ত গোয়েন্দা না হয়েও নিজের তুখোড় বুদ্ধির পুলিশকে সাহায্য করে গেছেন। বিপদেও পড়েছেন অনেকবার। গোয়েন্দা গিন্নি সেইসব গৃহিণীদের জন্য একটা দৃষ্টান্তমূলক গল্প ছিল যারা সংসারের আড়ালে নিজেদের হারিয়ে ফেলতে বসেছিলেন। পরমাকে ভোলেননি কেউ। এই ধারাবাহিকের পার্ট-২ আসবে কিনা সেই নিয়ে দর্শক বেশ উৎসুক হয়ে আছেন।

Related Post