আসছে ‘নিশিগন্ধা’, মহিলা নাপিতের ভূমিকায় সকলকে চমকে দিলেন ‘গুড্ডি’ অভিনেত্রী!

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak)। যিনি অভিনয় করছিলেন স্টার জলসার ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকে শিরিন চরিত্রে। চরিত্রটি ধূসর হলেও দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ইতিমধ্যে

Saranna

this guddi serial actress coming on new web series as lady barber

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak)। যিনি অভিনয় করছিলেন স্টার জলসার ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকে শিরিন চরিত্রে। চরিত্রটি ধূসর হলেও দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন ‘মোহর’, ‘শ্রীময়ী’, ‘এক্কাদোক্কা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে। কয়েকদিন হল দর্শকরা তাকে দেখতে পাচ্ছিলেন না বলে দুঃখ প্রকাশ করছিলেন, মধুরিমা অনুরাগীদের জন্য সুখবর আবারও পর্দায় ফিরছেন তিনি।

কয়েকদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমি এখন বেছে কাজ করতে চাই, এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার প্রয়োজনীয়তা আছে। সেই চরিত্রের জন্য অপেক্ষা করব। এই কয়েকদিনে আমার কাছে অনেক সিনেমা সিরিজের জন্য প্রস্তাব এসেছে, আমি রাজি হইনি। একবছরের জন্য ছোটো পর্দা থেকে বিরতি নিচ্ছি’। তবে এর পাশাপাশি জানিয়েছিলেন, একেবারেই কাজ বন্ধ করতে চাননা।

guddi serial

যেমন কথা তেমন কাজ। পছন্দসই চরিত্র পেতেই ফিরলেন পর্দায়। তবে ছোটপর্দা নয় ওটিটিতে, পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি কুইন জেন্টস পার্লার’ (Lady Queen Gent’s Parlour) এ অভিনয় করবেন মধুরিমা। এই ওয়েব সিরিজটি (Web Series) দেখা যাবে আড্ডা টাইমসে। ২৬ শে আগস্ট সামনে এসেছে সিরিজের পোস্টার এবং ঝলক। নাম দেখেই বোঝা যাচ্ছে, এটা শুধু পুরুষদের পার্লার। পুরুষদের পার্লার হলেও এর মালিক নিশিগন্ধা নামের এক মহিলা। এই চরিত্রে অভিনয় করছেন মধুরিমা।

গল্পের কাহিনী অনুযায়ী, নিশিগন্ধা বিদেশে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করতে যায়। কিন্তু পড়াশোনার বদলে শিখে ফেলেন অন্য কিছু। ‘হেয়ারস্টাইলিং’ নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে খুলে ফেললেন একটি জেন্টস পার্লার। আর এখানে তিনি পুরুষদের চুল কাটেন। কিন্তু সমাজ তাকে নাপিত বলে সম্বোধন করেন।

আরও পড়ুনঃ আচমকাই ছাড়লেন সিরিয়াল! নিজেই জানালেন জলসার জনপ্রিয় অভিনেত্রী

এতে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সিরিজ একটা বার্তা দেবে আধুনিক সমাজকে। যা মহিলাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সিরিজটি মুক্তি পাবে সেপ্টেম্বরে। এই সিরিজে মধুরিমা ছাড়া থাকছেন রোহন ভট্টাচার্য, জয়দেব রায়, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, জয়ী দেব রায়, প্রমুখ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস।

Related Post