‘মহারাজার ৫০/৫০’! এবারে পুজোয় সৌরভ সজ্জায় সাজতে চলেছে বড়িশা প্লেয়ার্স ক্লাব দেখে নিন

গত দুই বছর দেশে করোনা মহামারীর আবহে পুজোর সঠিক আনন্দ ভোগ করতে পারেননি মানুষ। কড়া নিরাপত্তা, ঘেরাটোপের মধ্যেই সকল বিধি-নিষেধ পালন করে কোনোমতে পুজো করা

Desk

this year barisha players club durgapuja theme about sourav ganguly

গত দুই বছর দেশে করোনা মহামারীর আবহে পুজোর সঠিক আনন্দ ভোগ করতে পারেননি মানুষ। কড়া নিরাপত্তা, ঘেরাটোপের মধ্যেই সকল বিধি-নিষেধ পালন করে কোনোমতে পুজো করা হয়েছে। ঐতিহ্যবাহী পুজোর আনন্দ কোথাও হারিয়ে গেছে। তবে এই বছর আবারো সাজতে চলেছে পুজোর আসর। চারিদিকে ছড়িয়ে পর্বে ঢাকের আওয়াজ, রাশি রাশি  আলোর ছটা। মায়ের আগমনকে খুশিতে ভরিয়ে তুলতে আবারো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। সাথে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) পাড়াতেও।

এবছর পুজোয় ক্রিকেট প্রেমীদের জন্য থাকবে কলকাতার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় এক বিশেষ চমক। বড়িশা প্লেয়ার্স কর্নার ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বাড়ি সংলগ্ন ক্লাব। এবারে ওই কমিটির দূর্গাপুজো সুবর্ণ জয়ন্তীতে পদার্পন করতে চলেছে। তাই কমিটির পক্ষ থেকে এবারে তারা প্রথমবার থিম পুজোর আয়োজন করতে চলেছেন। আর সেই থিম হবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে।

বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর থিম সৌরভ গাঙ্গুলি : (Barisha Players Cornar durgapuja theme Sourav Ganguly)

খুবই কাকতালীয় ভাবে মহারাজা সৌরভ গাঙ্গুলি ও তার পাড়ার পুজো দুইজনেই ৫০ বছরে পদার্পন করতে চলেছেন। আর তাই ক্লাব এর সকলের আলোচনায় এবারে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর থিম হবে ‘মহারাজার ৫০/৫০’। এই স্লোগান দিয়েই শুরু হলো পুজোর প্রস্তুতি পর্ব। তবে থিম ঠিক কি হবে ? সেখানে কি কি দেখা যাবে বা থাকবে ? সেই নিয়ে এখনই কিছু জানাননি ক্লাব কর্তৃপক্ষ।

তারা জানিয়েছেন সবটাই সময়ের সাথে জানতে পারবেন। পুজোর কর্মকর্তারা জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলি তাদের পাড়ার ছেলে। ওই ক্লাবের পুজোর সাথে তিনি ও তার পরিবার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। সৌরভ গাঙ্গুলির পরিবারের ওই পুজো শুরুর পিছনে অনেক অবদান আছে বলেও জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে বর্তমানে সৌরভ তার বেহালার পূর্ব বাড়িটি ছেড়ে মধ্য কলকাতায় নতুন আবৃত বসবাস করছেন। তবে বড়িশা প্লেয়ার্স কর্নারের কর্তৃপক্ষরা বলেছেন, তারা আশা রাখেন প্রতিবারের মতোই সৌরভ গাঙ্গুলি এবারেও পুজোয় উপস্থিত থাকবেন সর্বতভাবে।

আরও পড়ুনঃ ধুমধাম করে বিয়েতে বিচ্ছেদের ঝুঁকি! সমীক্ষা বলছে অল্প খরচে বিয়েই নাকি হবে দীর্ঘস্থায়ী

প্রসঙ্গত, আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সারা বছর ধরে প্রতীক্ষার পুজো দুর্গাপুজা। দুর্গাপূজা প্রতিটি বাঙালির কাছে একটা আবেগ। ছোট থেকে বড়ো সকলেই অধীর অপরক্ষায় থাকেন দুর্গাপূজার। অশ্বিন মাসে শরতের আকাশে পেঁজা তুলোর ভেলা যেখানে সাদা কাশফুলের বনে হাওয়া দোলা দেয় সেই সময় মা দুর্গার আগমন ঘটে।

Related Post