এই বছর স্বাধীনতা দিবস কত তম? ৭৬ নাকি ৭৭! জেনে নিন সঠিক উত্তর

আজ ১৫ ই আগস্ট, ২০২৩ সালের ভারতীয় স্বাধীনতা দিবস (Indian Independence Day 2023)। ১৯৪৭ সালে ব্রিটিশদের পরাধীনতার শিকল থেকে বেড়িয়ে এই দিনে আমরা অর্থাৎ ভারতীয়

Saranna

this year indian independence day 76th or 77th know the facts

আজ ১৫ ই আগস্ট, ২০২৩ সালের ভারতীয় স্বাধীনতা দিবস (Indian Independence Day 2023)। ১৯৪৭ সালে ব্রিটিশদের পরাধীনতার শিকল থেকে বেড়িয়ে এই দিনে আমরা অর্থাৎ ভারতীয় নাগরিকরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু সেই স্বাধীনতার বয়স কত? কোথাও দেখা যাচ্ছে ৭৬ আবার কোথাও লেখা ৭৭। কোনটি ঠিক? যারা ৭৬ বলছেন, তাদের যেমন যুক্তি রয়েছে, আবার যারা ৭৭ বলছেন তাদেরও যুক্তি রয়েছে। তাহলে আসল যুক্তি কোনটা? জেনে নেওয়া যাক। 

১৯৪৭ সালের ১৫ ই আগস্ট (15th August 1947) ভারত স্বাধীনতা পায়। ১৯৪৭ কে প্রথম স্বাধীনতার বছর ধরলে ২০২৩ এর ১৫ আগস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস। আর অনেকেই বলছেন ১৯৪৮ সালের ১৫ অগস্ট ভারতের প্রথম স্বাধীনতা পায়। তাই সেই হিসেবে অনুযায়ী ধরলে ৭৬ তম স্বাধীনতা দিবস। দুজনদের যুক্তিই ঠিক। তবে সর্বজনীন মতে ১৯৪৭ কে একবছর ধরা হলে, ১৯৪৮ দ্বিতীয় বছরই ধরা হবে।

in 2023 indian independence day 76th or 77th know the facts

তাই সঠিক উত্তর হবে ৭৭। এই দ্বন্দ্ব শুরু হয় ২০২১ সালে। সরকারি ওয়েবসাইটের তথ্যমতে ২০২১ সাল ছিল স্বাধীনতার ৭৪ বছর। সেইমতো ২০২২ এ হয় ৭৫ বছর। ৭৫ বছর উপলক্ষে বেশ ধূমধাম করে স্বাধীনতা দিবস উদযাপন হয়। আর ওই হিসাব ধরলে ২০২৩ এ হয় ৭৬ বছর। সেই দ্বন্দ্ব আজও বিদ্যমান হয়। 

এই দ্বন্দ্ব তো অহরহই চলবেই। যাই হোক, চারিদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ ধূমধাম। বিপ্লবীদের সম্মান জানাতে সকলেই ব্যস্ত। যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের জন্যও যে একটা দিন রয়েছে, সেটাই অনেক গর্বের। অনেক যুদ্ধ-সংগ্রামের পর আজ এই জায়গায় আমরা এসেছি। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকার উত্তোলন হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।

আরও পড়ুনঃ উত্তর দিতে পারেননা জ্ঞানীগুণীরাও! রইল ভারতের জাতীয় পতাকার ১৫ টি অজানা তথ্য

know these 15 unknown fact about india flag

প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসের একটা থিম থাকে, এবারের থিম ‘জাতি প্রথম, সর্বদাই প্রথম’। আজকের দিনে দেশের বহু সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সরকার। শুধু তাই নয়, অমৃত কলস যাত্রার আয়োজন করা হয়েছিল, এই আয়োজন অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে সাত হাজার পাত্রে মাটি আনা হয়েছে, এই মাটি জড়ো করে দিল্লির অমৃত ভাটিকায় চারাগাছ রোপণ করা হবে।

Related Post