দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ভিক্টর ব্যানার্জী, সাথে থাকছেন ঋতুপর্ণা, প্রকাশ্যে ছবির পোস্টার

টলিউডের (Tollywood) বর্ষীয়ান জনপ্রিয় উল্লেখযোগ্য অভিনেতা হলেন, ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। প্রতিদান, ঘরে বাইরে, দেবতা, আক্রোশ, একান্ত আপন, প্রতিকার, লাঠি, তোর নাম সহ আরও একাধিক

Saranna

victor baneerjee come back to cinema with rituparna sengupta akorik movie

টলিউডের (Tollywood) বর্ষীয়ান জনপ্রিয় উল্লেখযোগ্য অভিনেতা হলেন, ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। প্রতিদান, ঘরে বাইরে, দেবতা, আক্রোশ, একান্ত আপন, প্রতিকার, লাঠি, তোর নাম সহ আরও একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আর প্রতিবারেই তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে আপামর বাঙালী। এতটাই দক্ষ অভিনয় তাঁর বহুবছর পরেও তাঁর সিনেমা গুলো দেখলে মানুষ আবেগে ভাসতে থাকেন।

ভিক্টর ব্যানার্জী অভিনীত ‘লাঠি’ সিনেমা আজও মানুষের মনে অতীন্দ্রের সত্ত্বাকে উপলব্ধি করিয়ে তোলে। এমন একজন দক্ষ অভিনেতাকে বেশ কিছু বছর টিভির পর্দায় দেখাই যায়নি। একপ্রকার নিরুদ্দেশ হয়ে লাইমলাইট থেকে দূরেই ছিলেন অভিনেতা। বয়স হওয়ার ফলে শরীরও খুব একটা ভালো নেই। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে দেখা মেলেনি ভিক্টর ব্যানার্জীর।

victor banerjee

তবে সম্প্রতি তিনি আবারও ফিরছেন পর্দায়। পরিচালক তথাগত ভট্টাচার্যের (Tathagata Bhattacharjee) ‘আকরিক’ (Akorik) ছবি দিয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের সম্মুখীন হচ্ছেন। এই ছবিতে তাঁকে দেখা যাবে ৭৫ বছরের বৃদ্ধের চরিত্রে। একই সাথে এই ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তাঁকে দেখা যাবে সিঙ্গেল মাদারের ভূমিকায়। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অনুরাধা রায়, শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্গনা বসু, অনিন্দ্য সরকার, সুদেষ্ণা চক্রবর্তী সহ আরও অনেক শিল্পী।

victor banerjee with rituparna sengupta akorik movie

বহুদিন পর টিভির পর্দায় এসে বেশ আপ্লুত ভিক্টর ব্যানার্জী। এমন একজন অভিনেতার সাথে কাজ করে পরিচালকও বেশ আপ্লুত। অনেক বছর আগে অর্থাৎ ২০০১ সালে পরিচালক তথাগত ভট্টাচার্যের ‘অন্তর্ঘাত’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা। তারপর বহু বছর পর আবার পর্দায়, তাই পরিচালকও বেশ খুশি। ইতিমধ্যেই ছবির পোস্টের প্রকাশ্যে এসেছে। যা দেখে খুশি হয়েছেন দর্শকেরাও।

আরও পড়ুনঃ বড় পর্দায় আসছেন রবিঠাকুর! অবিকল রবীন্দ্রনাথ ভিক্টর ব্যানার্জি, রইল ছবি

victor banerjee rituparna sengupta akorik movie poster

যেমনটা জানা আর পাঁচটা বাণিজ্যিক সিনেমার থেকে এই সিনেমার কাহিনী একটু অন্যরকম। ছবিতে দেখা যাবে ৭৫ বছরের বৃদ্ধার সঙ্গে, সিঙ্গেল মাদারের কাছে মানুষ হওয়া ১০ বছরের শিশুর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বুনন। ৭৫ বছরের বৃদ্ধা তাঁর স্ত্রীকে নিয়ে সমস্ত কোলাহল জীবন থেকে মুক্তি পেতে পাহাড়ে বেড়াতে আসেন। সেই পাহাড়েই বেড়াতে যান, সিঙ্গেল মাদার এবং তার ১০ বছরের সন্তান ।

আরও পড়ুনঃ অপু গোয়েন্দার পিছনে দীপু অ্যাসিস্ট্যান্টও হাজির! ষ্টার জলসার পর্দায় নতুন রূপে অভিনেতা রোহন

আর পাহাড়ে গিয়েই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আসলে এই সিনেমায় দেখা যাবে যৌথ পরিবারের গঠনকে। কারণ বর্তমানে যৌথ পরিবার আর দেখা যায়না, এখন সর্বত্রই নিউক্লিয়াস ফ্যামিলি। এই পরিবর্তনে কতটা সমস্যার সম্মুখীন হয় ভবিষ্যৎ প্রজন্ম কিংবা আদৌ কি কোনো সমস্যা দেখা যায়? তারই উত্তর দেবে এই সিনেমা। এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে সিনেমার মুক্তি পাওয়ার।

Related Post