শিক্ষা ছাড়া এ পৃথিবীতে কিছুই হয়না। একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার পিছনে শিক্ষার প্রয়োজন। যেমন প্রয়োজন প্রকৃত শিক্ষার, তেমনই প্রয়োজন প্রথাগত শিক্ষার। যেকোনো ক্ষেত্রেই সাময়িক শিক্ষার প্রয়োজন হয়েই থাকে। এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে টলিউড হোক কিংবা বলিউড সব জায়গাতেই সর্বদা একটা প্রশ্ন দর্শকের থাকে। যে তাদের পর্দার প্রিয় তারকারা কতটা শিক্ষিত।
অনেক ক্ষেত্রেই দেখা গেছে টলিউড বা বলিউডের তারকারা এক একজন উচ্চশিক্ষিত হলেও। অনেকেই আবার পার করতে পারেননি স্কুলের গণ্ডিটাও। কিন্তু তারা সকলেই অভিনয়ে মাতিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রি। আজ এমনই কিছু টলিউড অভিনেতার শিক্ষাগত যোগ্যতা (Education Qualification of Tollywood Actors) কতটা তা আপনাদের জানাবো। এই শিক্ষার বহরে টলিউডের বিখ্যাত অভিনেতারা কে কতটা এগিয়ে আছেন দেখে নেওয়া যাক।
টলিউড অভিনেতাদের শিক্ষাগত যোগ্যতা (Education Qualification of Tollywood Actors)
View this post on Instagram
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) : টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যিনি বহুবছর ধরে টলিউডে রাজ করেছেন। যিনি বহু ছবি উপহার দিয়েছেন আমাদের। তার চোখের জলে ভেসেছেন বাংলার মায়েরা। তাঁর অভিনয় দেখে কখনও মনেই হয়নি অভিনয় দেখছি, যেন মনে হয় বাস্তব দেখছি। এই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা জানেন? সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছেন।
View this post on Instagram
দেব (Dev) : টলিউডের সুপারস্টার দেব। যিনি একজন অভিনেতা পাশাপাশি একজন সক্রিয় রাজনীতিবিদ। বর্তমানে একজন সফল পরিচালকও তিনি। সম্প্রতি ‘মহানায়ক’ পুরস্কার পেয়েছেন অভিনেতা। ছোটোবেলায় থাকতেন মুম্বাইয়ে। তিনি পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।
View this post on Instagram
জিৎ (Jeet) : কালিঘাটের অবাঙালি ছেলে জিৎ। অবাঙালি কেবল জন্মসূত্রে। আসলে তো তিনি বাংলার সাথে মিশে রয়েছেন। বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে একচেটিয়া কাজ করে চলেছেন। সকলকে নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন।সাথী ছবির মাধ্যমে তাঁর ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। অ্যাকশন, রোম্যান্স সবেতেই তিনি সেরা। কলকাতায় ভবানীপুরের সোসাইটি কলেজ থেকে তিনি স্নাতক লাভ করেন।
View this post on Instagram
আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) : বাঙালীর হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়। তাঁর ব্যোমকেশ চরিত্র এখনও সকলকে অনুরক্ত করে। তাঁর অভিনয় দক্ষতা এতটাই সুন্দর যে, মানুষকে ভাবায়। অভিনয়ের দক্ষতার পাশাপাশি এই বিখ্যাত অভিনেতার শিক্ষাগত যোগ্যতাও অনেক। অভিনেতা গোয়েঙ্কা কলেজ থেকে বি.কম পাস করেন । এরপর ওই কলেজেই ICFAI বিজনেজ স্কুল থেকে এমবিএ করেছেন।
View this post on Instagram
অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) : বাংলার মহিলাদের হার্টথ্রব মেদিনীপুরের ছেলে অনির্বাণ ভট্টাচার্য। থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই বাজিমাত তাঁর। তার নিখুঁত অভিনয়ে মুগ্ধ আপামর বাঙালি। তার অভিনয় অনবদ্য। এই অভিনেতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
View this post on Instagram
অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : টলিউডের জনপ্রিয় হিরো অঙ্কুশ হাজরা। সে বর্ধমানের ছেলে। কমিডি চরিত্র থেকে অ্যাকশন হিরো সব চরিত্রেই অভিনেতাকে অভিনয় করতে দেখা গেছে। ইন্ডাস্ট্রিতে এসে বেশ নাম করেছেন তিনি। তবে এই অভিনেতা কলকাতা থেকেই পড়াশোনা করেছেন। কলকাতার হেরিটেজ একাডেমি থেকে স্নাতক পাশ করেছেন তিনি।
আরও পড়ুনঃ বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে চাকরি ছেড়ে অভিনয়! আফসোস হয়? কি বললেন অভিনেত্রী তৃনা সাহা
View this post on Instagram
যশ দাসগুপ্ত (Yash Dasgupta) : টলিউডের হ্যান্ডসাম অভিনেতা যশ দাসগুপ্ত। ছোটো পর্দা থেকে আজ বড় পর্দায় উঠে এসেছেন। অল্প সময়ের মধ্যে বেশ সাফল্য লাভ করেছেন কেরিয়ারে। তবে শিক্ষাগত যোগ্যতার দৌড়ে সবার থেকে পিছিয়ে তিনি । সিবিএসসি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর আর তার পড়াশুনা এগোনো হয়নি। ওখানেই শিক্ষায় ইতি টেনেছেন এই অভিনেতা।