যাকে দিয়ে প্রথম দর্শন কেন্দ্রিক মহালয়া শুরু হয়েছিল, আজ কেন পর্দায় দেখা যায়না তাকে

দূর্গাপূজা মানেই মহালয়া। আর মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু মানুষের আধুনিকতা ধরা পড়ল টেলিভিশন এসে। রেডিওতে তো শুধু শোনা যায়, দেখা তো যায়না। আর যে

Saranna

where is tv's first mahalaya maa durga actress sanjukta banerjee now

দূর্গাপূজা মানেই মহালয়া। আর মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু মানুষের আধুনিকতা ধরা পড়ল টেলিভিশন এসে। রেডিওতে তো শুধু শোনা যায়, দেখা তো যায়না। আর যে মাধ্যমে শোনা ও দেখা দুটোই যেত সেটা হল টেলিভিশন। তখন টেলিভিশনের বাংলা চ্যানেল একটাই সেটা হল দূরদর্শন। এই চ্যানেলেই তখন ধারাবাহিক থেকে সিনেমা, খবর থেকে রিয়েলিটি শো সব হত।

প্রথম দর্শন কেন্দ্রিক মহালয়া শুরু হয়, এই দূরদর্শনেই। দেবীপক্ষের সূচনাতেই শুরু হল দূরদর্শনে মহালয়া। দেবীর ভূমিকায় থাকছেন, সংযুক্তা বন্ধ্যোপাধ্যায় (Sanjukta Banerjee)। তিনিই মহিষাসুরমর্দিনী দেবী দূর্গা। ১৯৯৪ এ শুরু হয় দর্শন কেন্দ্রিক মহালয়া। টানা ১৪ বছর তিনি দেবীর ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর জায়গা কেউ নিতে পারবেনা । সেই টানা টানা চোখ, মনে হয় যেন জ্যান্ত দূর্গা। দেখে মনে হত এটা কোনো অভিনয় নয়, একটা মানুষের অন্ততরের আআধ্যাত্মিকতা।

where is actress sanjukta banerjee now

তবে আজ তিনি কোথায়? তাঁকে আর দেখা যাচ্ছেনা কেন? সালটা ১৯৯৪ , কলেজে প্রথম বর্ষের পরীক্ষা চলছে, তখনই তাঁর কাছে সুযোগ আসে মহালয়ার। পরীক্ষা দিতে যাওয়ার সময় তাঁর কাছে গুরু গোবিন্দন কুট্টির ফোন আসে, বিকেলে কলামন্ডলে শাড়ি পড়ে আসতে হবে, সেখানে গিয়ে দেখে সমস্ত বন্ধুরা উপস্থিত।

আর বেশ কয়েকজন ভদ্রলোক ও একজন মহিলা উপস্থিত। কেউ তাঁর দিকে তাকাচ্ছে না, সব শেষে গুরু গোবিন্দন কুট্টি জিজ্ঞাসা করেন , ‘তাহলে দুর্গার জন্য কাকে বাছলেন?’ তখন সবাই আমার দিকে আঙুল দেখালেন। এরপরেই টানা মাস দু’য়েক কঠিন পরিশ্রম ও ওয়ার্কশপের পর চলে শ্যুটিং। ডিরেক্টর-প্রোডিওসার ছিলেন শমির্ষ্ঠা দাশগুপ্ত।


ডাঃ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির স্ক্রিপ্টে তৈরি হল দূরদর্শনের প্রথম মহিষাসুরমর্দিনী। সংযুক্তা একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ইনি এখন কানাডায় থাকেন। পূজোর কটা দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে ব্যস্ত থাকেন। দেশে বিদেশে আজও তাঁকে দেখতে পেলে, মহালয়ার অভিনয় দেখার অনুরোধ আসে। আজ অনেক অভিনেত্রীরা মহালয়া করছেন। কিন্তু তার জায়গা কেউ নিতে পারবেননা। তিনি এখনও মানুষের মননে গেঁথে আছে।

আরও পড়ুনঃ ‘শ্ৰীময়ী’র জাম্বো কি করছেন আজকাল ? অভিনয় ছেড়ে বর্তমানে কোন পেশায় যোগ দিয়েছেন অভিনেতা রোহিত

তার অভিনীত মহালয়া দর্শক এখন মিস করেন। মহালয়ার টেলিভিশনের পর্দায় প্রথম তো দর্শকের তার অভিনয়ের মধ্যে দিয়েই দেখা। আর তার অনবদ্য অভিনয় সকলের মন জয় করে নিয়েছিল। আজ তাকে আর পর্দায় দেখা যায় না। কিন্তু প্রতি বছর পুজোর গন্ধ বাতাসে ছড়িয়ে পড়লেই তার অভিনীত মহালয়ার কথা সকলেরই কম বেশি মনে পরে যায়।

Related Post