‘সিডাই’ নাকি ‘খড়িদ্ধি’ কাকে বেশি পছন্দ করেন দর্শক? রইল বাংলা সিরিয়ালের সেরা ৬ জুটি

দর্শকের বিনোদনের স্বার্থেই ধারাবাহিক শুরু হয়েছে। বহু আগে টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকের চল শুরু হয়। জী বাংলার বয়স আজ ২৩ বছর অপর দিকে স্টার জলসার

Saranna

which bengali serial popular juti favorite for you

দর্শকের বিনোদনের স্বার্থেই ধারাবাহিক শুরু হয়েছে। বহু আগে টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকের চল শুরু হয়। জী বাংলার বয়স আজ ২৩ বছর অপর দিকে স্টার জলসার বয়স ১৪ বছর। এই দুই চ্যানেল বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে জনপ্রিয়। এই দুই চ্যানেল জুড়ে একের পর এক নতুন নতুন গল্প পর্দায় ফুটে ওঠে। নতুন কনসেপ্ট, নতুন চরিত্র, নতুন নায়ক নায়িকা। আর তারই মাঝে কিছু কিছু জুটি (Juti) দর্শকের মন জয় করে নেন।

একটা ধারাবাহিকের শুধু কাহিনী নয়, কাহিনীর পাশাপাশি দর্শকদের ভালো লাগে গল্পের চরিত্র গুলোকে। প্রত্যেক ধারাবাহিকেই থাকে লিড চরিত্রের জুটি। যেগুলো অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষনে পরিণত হয়। জি বাংলা থেকে স্টার জলসা সব চ্যানেলেই রয়েছে সুন্দর সুন্দর জুটি। আজ দেখে নেওয়া যাক, দর্শকদের পছন্দের সেরা কয়েকটি জুটিকে। দেখুন তো আপনার পছন্দের জুটির সাথে মিলে যায় কিনা।

bengali serial favorite juti

সিরিয়ালের প্রিয় জুটিরা :

rishi pihu

ঋষি-পিহু : এই ধারাবাহিক স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ (Mon Phagun)। সবেমাত্র শেষ হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে ঋষিরাজ ও পিহুর জুটি দর্শকদের বেশ মন কেড়েছিল। তাদের জুটি দেখে মনে হয় রিয়েল লাইফেও একে অপরের জুটি। এটি একটি রোমান্টিক ধারাবাহিক। ঋষির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee), আর পিহুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)।

urmi satyaki

উর্মি-সাত্যকি : জী বাংলার এক জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। একটি মেয়ে যে বাস্তবকে সেভাবে কখনো জানতেই পারেনি। আর একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে যে কঠিন বাস্তবের মাঝে বড়ো হয়েছে। উর্মিকে বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেওয়া নিজের পায়ে দাঁড়ানোটা একটা মেয়ের পক্ষেও কতটা প্রয়োজনীয় সেটা নিয়েই এই ধারাবাহিক। এই ধারাবাহিকের উর্মি সত্যকির জুটিকে দর্শক খুব ভালোবাসেন। ধারাবাহিকে উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) আর সাত্যকির ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা হৃত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।

surja dipa

সূর্য-দীপা : স্টার জলসায় পর্দায় বছরের শুরুতেই ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকটি শুরু হয়েছে। কোনো মানুষের রূপ নয়, তাঁর গুণ দিয়েই তাঁকে বিচার করা উচিত। এর উপর ভিত্তি করেই ধারাবাহিকের কাহিনী শুরু। এই ধারাবাহিকে ডক্টর সূর্য সেনগুপ্তের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণকলি দীপা। সূর্যর চরিত্রে অভিনয় করছেন, অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। আর দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। দিব্যজ্যোতি আর স্বস্তিকার জুটি বেশ পছন্দের দর্শকদের।

khori riddhi

খড়ি-ঋদ্ধি : স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। ধারাবাহিকটি ২০২১ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। ঈশ্বর জুটি ঠিক করে দেন, পৃথিবীর বুকে জন্মে মানুষ এই কাজটি সম্পন্ন করে দেয়। তাই বলা হয়, উপর থেকে সব ঠিক করা থাকে। এই ট্যাগলাইনের উপর ভিত্তি করে নির্মিত হয়, এই গাঁটছড়া ধারাবাহিক। ধারাবাহিকের লিড জুটি খড়ি আর ঋদ্ধি, দর্শকদের বেশ পছন্দের। খড়ির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy), আর ঋদ্ধির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)।

আরও পড়ুনঃ মোহময়ী রূপে ধরা দিলো ‘মিঠাই’ অভিনেত্রী! মিঠাই নাকি নন্দা সৌন্দর্যে কে বেশি সুন্দরী, রইল ছবি

mithai siddharth

সিদ্ধার্থ-মিঠাই : জী বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। ৫৪ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের মুকুট যার মাথায় উঠেছে। এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকের খুব প্রিয়। একটি মিষ্টি বিক্রেতা মেয়ে যে বাংলার এক বিশেষ মিষ্টি তৈরী করে সকলের কাছে পৌঁছে দেয়। আর একজন শহরের নামকরা ময়রা বাড়ির ছেলে। এই দুইজনের মিষ্টি গল্প নিয়েই এই ধারাবাহিক শুরু হয়েছিল। ধারাবাহিকে মিঠাই সিদ্ধার্থের জুটি দর্শকের খুব পছন্দের। এই ধারাবাহিকে সিদ্ধার্থর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy) আর মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

tipu barfi

টিপু-বরফি : স্টার জলসায় ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori) ধারাবাহিকটি বেশ জনপ্রিয় ছিল, কিন্তু সময়ের আগে শেষ হয়ে যায় ধারাবাহিকটি। একজন মহিলার বয়স মাঝামাঝি হয়ে গেলেই কি শেষ হয়ে যায় তাঁর স্বপ্ন? ইচ্ছা আর স্বপ্ন থাকলে বয়স কোনো বাঁধা নয়। সেই গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকে সহচরী লিড চরিত্র। কিন্তু এই চরিত্র ছাড়াও আরও একটি চরিত্রের জুটি ছিল সেটা হল টিপু আর বরফি। এই জুটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছিল। টিপুর চরিত্রে অভিনয় করেছেন, অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee), আর বরফির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Halder)।

Related Post