শুরু হচ্ছে জী বাংলার ‘সা রে গা মা পা’! গ্রান্ড অডিশনে মঞ্চ মাতালেন কীর্তনীয়া পদ্ম পলাশ

জী বাংলায় শেষ দাদাগিরি। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে সংগীতের রিয়ালিটি শো সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa)। দাদাগিরি শেষ

Desk

zee bangla sa re ga ma pa lets begin

জী বাংলায় শেষ দাদাগিরি। আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে সংগীতের রিয়ালিটি শো সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa)। দাদাগিরি শেষ হয়ে যাওয়াতে সকলেরই একটু মন খারাপ ঠিকই তবে সা রে গা মা পা এর দর্শকও তো এতদিনের অপেক্ষার অবসানে খুব খুশি। তাদের কাঙ্খিত শো আবার একবার জী বাংলার পর্দায় নতুন রূপে, নতুন নতুন ট্যালেন্ট নিয়ে ফিরে এসেছে।

জী বাংলার সা রে গা মা পা (Zee Bangla Sa Re Ga Ma Pa)

এবারে সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa) তে বিচারকের আসনে উপস্থিত থাকছেন শান্তনু মৈত্র (Shantanu Moitra), শ্রীকান্ত আচার্য (Srikanto Acharya), রিচা শর্মা (Richa Sharma) আর সংগীতের গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী (Ajoy Chakrabarty)। ইতিমধ্যে গ্রান্ড ওপেনিংয়ের প্রমো সামনে এসেছে। আর তা যে বেশ ধামাকাদার হতে চলেছে সেটা প্রমো দেখেই বোঝা যাচ্ছে। আরেকটি ভিডিও এই শোয়ের সামনে এসেছে তা হলো এক প্রতিযোগীর অসাধারণ গান।

দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুর থেকে এক প্রতিযোগী সা রে গা মা পার মঞ্চে উপস্থিত হয়েছে। তিনি একজন কীর্তন শিল্পী। তার নাম ‘পদ্ম পলাশ’। সেই শিল্পীর গলার সুর কাঁপিয়ে তুলেছে মঞ্চ। তার কীর্তনের সুরে মুগ্ধ দর্শক থেকে বিচারক ও বাকি প্রতিযোগীরাও। সেই শিল্পী বেশ নিজেকে তৈরী করে নিয়ে এসেছেন গানের এই যুদ্ধে। এবার শো শুরুর পর সময়ই  বলে দেবে তার চলার পথ কতটা দীর্ঘ।

প্রসঙ্গত, এবারেও সা রে গা মা পা এর সঞ্চালনায় থাকছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। অভিনয়ে যেমন দ্বিতীয় আবির নেই তেমনি সঞ্চালনাতেও আবির সকলের মন জয় করে নিয়েছেন। প্রথম প্রথম তার সঞ্চালনা নিয়ে বিতর্ক দেখা গেলেও বর্তমানে আবির তার সঞ্চালনা দিয়ে সকলের মনের সব দ্বন্ধ দূর করে দিতে সক্ষম হয়েছে।

Related Post