শিমুল-সন্ধ্যার কামাল, নতুনের চাপে কোনঠাসা হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’! রইল সম্পূর্ণ TRP তালিকা

This week Bengali Serial Target Rating Point List : বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের কাছে বিশেষ দিন। এই দিন টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হয়। আর

Nandini

10th august bengali serial top ten trp list

This week Bengali Serial Target Rating Point List : বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের কাছে বিশেষ দিন। এই দিন টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হয়। আর বর্তমানে সিরিয়ালের ভাগ্য এই তালিকার হাতে বাঁধা। টিআরপি থাকলে সেই সিরিয়াল চলবে আর টিআরপি না থাকলে সেই সিরিয়ালকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ বন্ধ হয়ে যাবে। এইভাবে অনেক ধারাবাহিক নতুন শুরু হওয়া সত্ত্বেও শুধুমাত্র টিআরপি না থাকার কারণে বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হওয়ার মুখে।

এই সপ্তাহেও প্রতিবারের মতই বাংলা সিরিয়ালের (Bengali Serial) তালিকায় প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। আর দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ এবং তৃতীয় স্থানে ‘ফুলকি’। এই সপ্তাহে আবারও তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’। গল্পে নতুন টুইস্ট এনেও হরগৌরী পাইস হোটেল নেই সেরা পাঁচে। এই সপ্তাহে সেখানে জায়গা করে নিয়েছে পর্ণা। জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালটি বেশ মাত দিচ্ছে স্টার জলসার (Star Jalsha) কমলাকে।

in sandhyatara serial audience have fun to see sandhya's foolish step

স্টার জলসা থেকে জি বাংলায় আসতেই মানালি নিজের ম্যাজিক দেখাতে শুরু করেছেন। এই গল্পটা শুরুই হয়েছিল একটু অন্যরকম গল্প দেখাতে। তবে এখনও সেই গল্প শুরুই হয়নি তার আগে থেকেই স্লট লিড করছে এই ধারাবাহিক। এই সপ্তাহে সন্ধ্যাতারা ধারাবাহিকটিও তালিকায় জায়গা করে নিয়েছে ইতিমধ্যে সমালোচনার মুখেও পড়েছে দর্শক মহলে এই সিরিয়াল। তবে পরবর্তীতে কি হয় সেটাই দেখার।

আরও পড়ুনঃ বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৪)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৩)
তৃতীয়- ফুলকি (৮.১)
চতুর্থ- রাঙা বউ (৭.৭)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৩)
বাংলা মিডিয়াম (৬.১)
হরগৌরী পাইস হোটেল (৫.৯)
সন্ধ্যাতারা (৫.৮)
খেলনা বাড়ি / এক্কা দোক্কা (৫.৭)
কার কাছে কই মনের কথা (৫.৬)

audience more intrested on kar kache koi moner kotha over komala o sreeman prithvirtaj

এই সপ্তাহে প্রায় সকল ধারাবাহিকের নম্বর কমে গেছে। অন্যদিকে, শুধু স্লট লিডই নয় বরং টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে কার কাছে কই মনের কথা সিরিয়ালটি। খেলনা বাড়ি গত সপ্তাহের তুলনায় একধাপ এগিয়ে এসেছে এই সপ্তাহে। সন্ধ্যাতারাও দর্শকের মনে বেশ জায়গা করে নিতে সক্ষম হচ্ছে তা তালিকায় চোখ রাখলেই দেখা যায়। সন্ধ্যা আর আকাশনীলের রসায়নের থেকেও বেশি এই ধারাবাহিকে দর্শকের মন জয় করেছে সন্ধ্যা ও তার শাশুড়ি মাঠানের সম্পর্ক।

× close ad