বিয়ে দিয়েই বাজিমাত ফুলকির, পিছিয়ে পড়ল জ্যাস-পর্ণা! রইল সম্পূর্ণ TRP তালিকা

Target Rating Point : বৃহস্পতিবার মানেই দর্শকেরা বেলা হলে টার্গেট রেটিং পয়েন্ট (TRP List) দেখার জন্য অপেক্ষায় থাকেন। এই টিআরপি পয়েন্টই আসলে বাংলা মেগা (Bengali

Nandini

11th july bengali serial top ten trp list

Target Rating Point : বৃহস্পতিবার মানেই দর্শকেরা বেলা হলে টার্গেট রেটিং পয়েন্ট (TRP List) দেখার জন্য অপেক্ষায় থাকেন। এই টিআরপি পয়েন্টই আসলে বাংলা মেগা (Bengali Serial) সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে। লিস্টে নাম্বার কমলেই তড়িঘড়ি বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। আর যারা সেরা দশে থাকে তারা দিব্যি বছরের পর বছর চলছে। এসপ্তাহে বাজিমাত করল কে? চলুন দেখে নেওয়া যাক।

এই মুহূর্তে জি বাংলার পর্দায় তিনটি ধারাবাহিক ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হচ্ছে। এই কারণে রেটিং কিছুটা পরিবর্তিত হলেও প্রথম তিনি কোনো পরিবর্তন আসেনি। এই সপ্তাহেও প্রথম তিনটি স্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিকগুলিই। বিশেষ করে ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিম ফুলের মধু’ দুর্দান্ত রেজাল্ট এনেছে।

11th july bengali serial trp list

‘ফুলকি’ ধারাবাহিকে বর্তমানে টানটান উত্তেজনার ট্র্যাক চলছে। আর তাতেই এই সপ্তাহে বাজিমাত করেছে ফুলকি-রোহিত স্যারের কাহিনী। ৭.৬ TRP নিয়ে বেঙ্গল টপারের শিরোপা দখল করেছে ‘ফুলকি’। অন্যদিকে স্টার জলসার ‘বঁধুয়া’ পেয়েছে মাত্র ৪.৭ পয়েন্ট। তবে যে হারে সমস্ত ধারাবাহিকের গল্পে টুইস্ট আসছে আগামী সপ্তাহে কে সেরা হবে সেটা বলা বেশ মুশকিল।

এরপর আসা যাক পর্দার দাবাং নায়িকা পর্ণার প্রসঙ্গে। ‘নিম ফুলের মধু’ এই সপ্তাহে পেয়েছে ৭.২ পয়েন্ট। স্লট লিডার হলেও বেঙ্গল টপার হতে পারেনি এই সিরিয়াল। দ্বিতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। অন্যদিকে একসময় টানা বেঙ্গল টপারের শিরোপা অর্জনকারী ‘জগদ্ধাত্রী’ এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে। জ্যাস-স্বয়ম্ভূর সিরিয়ালের রেটিং ৬.৭। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টপ টেন মেগা সিরিয়ালের তালিকা:

  1. ফুলকি (৭.৬)
  2. নিম ফুলের মধু (৭.২)
  3. জগদ্ধাত্রী (৬.৭)
  4. কথা, কোন গোপনে মন ভেসেছে (৬.২)
  5. গীতা এলএলবি, শুভ বিবাহ+ অনুরাগ (৬.০)
  6. উড়ান, রোশনাই (৫.৭)
  7. মিঠিঝোরা (৪.৯)
  8. বঁধুয়া (৪.৭)
  9. অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৪.৫)
  10. ডায়মন্ড দিদি, তোমাদের রানী (৪.২)

11th july bengali serial top ten trp

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহে একাধিক সিরিয়াল শেষ হয়েছে। বদলে নতুন ধারাবাহিকও চালু হয়েছে, তবে সমস্ত নতুন মেগা জনপ্রিয়তা পাইনি। তাই আগামী দিনে সেগুলির ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাই ভাবার বিষয়।

× close ad