এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেয়েছে। দর্শক অপেক্ষায় থাকেন টিআরপি তালিকার জন্য সারা সপ্তাহ। কারণ বর্তমানে টিআরপির উপরেই নির্ধারণ করছে কোন ধারাবাহিক চলবে আর কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে অনেক ধারবাহিকই টিআরপি কারণে বন্ধ হয়ে গেছে। অনেক ধারাবাহিক বন্ধ হওয়ার পথে। তাই কোন ধারাবাহিক কত পয়েন্ট পেলো সেটা দেখতে মুখিয়ে থাকেন দর্শক।
মিঠাই (Mithai), গাঁটছড়ার (Gatchhora) খড়িকে টেক্কা দিয়ে এবারেও বাংলার সেরা সিরিয়াল হয়ে গিয়েছে গৌরী এলো (Gouri Elo)। এসপ্তাহে ৭.৫ পয়েন্ট পেয়ে, প্রথম হয়েছে সিরিয়ালটি। এরপর ৭.৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জগদ্ধাত্রী (Jagadhatri) ও ৬.৭ পয়েন্টে তৃতীয় হয়েছে ধূলোকনা। তবে গতবারের তুলনায় আবারও নিচের দিকে মিঠাই। শেষবার টিআরপি তালিকায় পঞ্চম স্থানে থাকলেও এবার একেবারে ৫.৮ পয়েন্টে সপ্তম হয়েছে মিঠাই। চলুন এবার গোটা টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।
সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
গৌরী এল – ৭.৫ (প্রথম)
জগদ্ধাত্রী – ৭.০ (দ্বিতীয়)
ধূলোকনা – ৬.৭ (তৃতীয়)
গাঁটছড়া – ৬.৫
খেলনা বাড়ি – ৬.১
আলতা ফড়িং – ৫.৯
মিঠাই / মাধবীলতা – ৫.৮
অনুরাগের ছোঁয়া – ৫.৭
লক্ষী কাকিমা সুপারস্টার – ৫.৩
এক্কা দোক্কা – ৪.৬
এবারে এক্কা দোক্কা সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে। কিন্তু নবাব নন্দিনী, সাহেবের চিঠি এই ধারাবাহিক গুলি তালিকায়সের দশের বাইরে চলে গেছে। মাধবীলতা দর্শকের মনে জায়গা করে নিতে শুরু করেছে। তবে মিঠাই এবারে আরও পিছনের দিকে পরে গেলো শুধু তাই নয় দর্শকের প্রিয় খড়িদ্ধি জুটিকেও পিছনে ফেলে দিলো ধূলোকনা।
সিরিয়ালের মতো দর্শকের বিনোদনের স্বার্থে বেশ কিছু নন ফিকশন শো হয় চ্যানেল গুলিতে এই সপ্তাহে তাদের টিআরপি তে প্রাপ্ত পয়েন্ট দিদি নম্বর ১ রবিবারের ধামাকা পর্ব পেয়েছে ৫.১। সা রে গা মা পা পেয়েছে ৪.৩ পয়েন্ট। ডান্স ডান্স জুনিয়র ৪.১ আর রান্নাঘর ১.০।