কাঁপিয়ে দিয়েছে বোধিসত্ব! মিঠাই, খড়িকে পিছনে ফেলে ফার্স্ট ধূলোকণা, রইল সম্পূর্ণ TRP তালিকা

প্রকাশিত হলো বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List)। প্রতিটি সিরিয়েল প্রেমীরা অপেক্ষায় থাকেন এই তালিকা প্রকাশের আশায়। গতবারের টিআরপি তালিকায় মিঠাই অনেকটাই নিচের দিকে

Desk

14th july trp mithai comes forth dhulokona first

প্রকাশিত হলো বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List)। প্রতিটি সিরিয়েল প্রেমীরা অপেক্ষায় থাকেন এই তালিকা প্রকাশের আশায়। গতবারের টিআরপি তালিকায় মিঠাই অনেকটাই নিচের দিকে চলে গিয়েছিলো যাতে মিঠাই অনুরাগীরা বেশ কষ্ট পেয়েছিলেন। গাঁটছড়া ছিল দ্বিতীয় স্থানে আর ধূলোকনায় লালন ফুলঝুরির প্রতীক্ষিত বিয়ে সকলকে হারিয়ে ধূলোকনা ধারাবাহিককে আবারো করে তুলেছিল তালিকায় প্রথম।

তবে সম্প্রতি সব ধারাবাহিকেই প্রায় এখন বিয়ের সিজেন চলছে। বিয়ে দেখিয়েই টিআরপি তালিকায় (TRP List) উপরের দিকে উঠতে চাইছে ধারাবাহিকগুলো। এবারে টিআরপি তালিকার নতুন সংযোজন হবে জী বাংলার ছোট্ট বোধির বুদ্ধির গল্প ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ এই ধারাবাহিক নিয়ে দর্শক বেশ আশা করে আছেন যে বোধিসত্ত্ব সকলকে মাত দিতে পারে। তবে এবারে সেরার শিরোপা জিতে নিলো কে তালিকায়। দেখে নিন –

bengali serial trp list on 30th june 1

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা (Bengali Serial Top 10 TRP List)

ধূলোকনা – ৮.৪ (প্রথম)

লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৭ (দ্বিতীয়)

গৌরী এলো – ৭.৩ (তৃতীয়)

মিঠাই / গাঁটছড়া / আলতা ফড়িং – ৭.২

অনুরাগের ছোঁয়া – ৬.৫

মন ফাগুন – ৬.১

উমা /বোধিসত্ত্বের বোধবুদ্ধি (OPENING) – ৬.০

এই পথ যদি না শেষ হয় – ৫.৯

আয় তবে সহচরী / লালকুঠি – ৫.৩

উড়োন তুবড়ি – ৪.৫

গত সপ্তাহের তুলনায় মিঠাই একধাপ উপরের দিকে উঠেছে। তবে ধূলোকনা আবারো প্রথম স্থানে। আর গনচোরা নিজের স্থান ধরে রাখতে পারেনি গাঁটছড়া চতুর্থ স্থানে নেমে গেছে। অন্যদিকে লক্ষী কাকিমা তার ফুল অন এনার্জি নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। এই সপ্তাহের দুই চ্যানেলের নন ফিকশন শো গুলির প্রাপ্ত পয়েন্ট সা রে গা মা পা পেয়েছে ৫.৮, ইস্মার্ট জোড়ি ৩.৮ এবং রান্নাঘর ১.২, আর দিদি নং ১ এর রবিবারের এপিসোডের ভিত্তিতে প্রাপ্ত নম্বর ৬.০।

× close ad