নতুনের জেরে চাপে ‘অনুরাগের ছোঁয়া’? দুর্দান্ত রেজাল্ট তুঁতের, রইল নতুন TRP তালিকা

আজ বৃহস্পতিবার। আজ বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। বর্তমানে সিরিয়াল গুলি বেশির ভাগ টিআরপির উপরেই নির্ভর করে বেঁচে

Nandini

15th june bengali serial top ten trp list

আজ বৃহস্পতিবার। আজ বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। বর্তমানে সিরিয়াল গুলি বেশির ভাগ টিআরপির উপরেই নির্ভর করে বেঁচে আছে। একের পর নতুন সিরিয়াল শুধুমাত্র টিআরপি না পাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে শুরুর কয়েক মাসের মধ্যেই। কারুর মেয়াদ ২ মাস তো কারুর ৩ মাস তো কারুর আবার ৬ মাস।

তাই বর্তমানে ধারাবাহিক নির্মাতারা একটু অন্য গতের গল্প প্রেজেন্ট করার চেষ্টা করছেন। যার উদাহরণ স্বরূপ বলা যায় জী বাংলার জগদ্ধাত্রী, মুকুট আবার স্টার জলসার পঞ্চমী ইত্যাদি। জী বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি দর্শক ভীষণ ভাবে আপন করে নিয়েছেন তা টিআরপি তালিকায় চোখ রাখলেই বোঝা যায়। শুরু থেকেই এই ধারাবাহিক তালিকায় প্রথম অথবা দ্বিতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছে।

18th may bengali serial top 10 trp list

তবে সম্প্রতি, আবার ‘জগদ্ধাত্রী’কে দ্বিতীয় স্থান থেকেও সরে যেতে দেখা যাচ্ছে। তবে প্রথম স্থান দখলের লড়াইতে বর্তমানে তালিকায় দেখা যাচ্ছে ‘গৌরী এলো’ ধারাবাহকটিকেও। গত সপ্তাহে গৌরী এলো ধারাবাহিক ছিল দ্বিতীয় স্থানে আর জগদ্ধাত্রী তৃতীয়। এই সপ্তাহে কি হতে চলেছে? গৌরী কি আবার প্রথম স্থান জয় করবে? নাকি জগদ্ধাত্রী সকলকে পিছনে ফেলে এগিয়ে যাবে? রইল এই সপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম – অনুরাগের ছোঁয়া (৭.৮)
দ্বিতীয় – গৌরী এলো (৭.১)
তৃতীয় – জগদ্ধাত্রী (৬.৮)
চতুর্থ – নিম ফুলের মধু (৬.১)
পঞ্চম – বাংলা মিডিয়াম, হরগৌরী পাইস হোটেল (৫.৯)
রাঙা বউ (৫.৬)
এক্কা দোক্কা, পঞ্চমী, মেয়েবেলা (৫.০)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৯)
তুঁতে – ৪.৫
সোহাগ জল (৪.৪)

টিপারপি তালিকার সেরা দশের মধ্যে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে নতুন শুরু হওয়া সিরিয়াল তুঁতে। আশা করা যাচ্ছে আগামী দিনেও বেশ ভালো পারফর্ম করবে। এছাড়াও ফুলকি আর সন্ধ্যাতারা দুই সিরিয়াল শুরু হয়েছে যেগুলো দর্শকদের মন জয় করবে বলেই আশা।

× close ad