পুঁটি আসতেই ফের জমজমাট ‘নিম ফুলের মধু’, টক্কর ‘অষ্টমী’র! সেরা কে? রইল সম্পূর্ণ TRP তালিকা

Target Rating Point: প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হয়। এই দিন সমস্ত সিরিয়ালের কি হাল তা বুঝতে পারেন

Nandini

14th march bengali serial top ten trp list

Target Rating Point: প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হয়। এই দিন সমস্ত সিরিয়ালের কি হাল তা বুঝতে পারেন দর্শক। আর কোন কোন সিরিয়ালের হাল খুব খারাপ সেটাও স্পষ্ট হয়ে যায়। বর্তমানে বাংলা ধারাবাহিক টিকিয়ে রাখতে গেলে টিআরপি থাকতেই হবে। নাহলে সেই সিরিয়াল পর্দায় বেশিদিন দেখতে পাওয়া যাবেনা।

চ্যানেল কর্তৃপক্ষ সবচেয়ে কোন টিআরপি প্রাপ্ত ধারাবাহিকটি সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকার প্রথম স্থান জোরকদমে দখলের লড়াই চলছে জি বাংলার বিশেষ তিন ধারাবাহিকের মধ্যে। কোনো সপ্তাহে প্রথম স্থানে ‘নিম ফুলের মধু’ থাকে, তো আবার কোনো সপ্তাহে ‘জগদ্ধাত্রী’, এখন ‘ফুলকি’ও তাদের সমানে সমানে টক্কর দিয়ে চলেছে।

29th february bengali serial top ten trp list

এই সপ্তাহে আবারও টপার স্থান ছিনিয়ে নিয়েছে ‘নিম ফুলের মধু’। পাশাপাশি ‘কোন গোপনে মন ভেসেছে’ তালিকায় বেশ উপরে জায়গা করে নিয়েছে। পাশাপাশি এই সপ্তাহে জি বাংলার নতুন সিরিয়াল ‘অষ্টমী’র তালিকায় প্রথম ফলাফল প্রকাশ পেয়েছে। তা বেশ ভালোই ছিল। দর্শক বেশ আশাবাদী উক্ত সিরিয়ালটি নিয়ে। এবারে অনুরাগের ছোঁয়া আরও নীচের দিকে নেমে গেছে। আসুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)

*** নিম ফুলের মধু – ৭.৯ 
*** ফুলকি – ৭.৬ 
*** জগদ্ধাত্রী – ৭.৩
** কোন গোপনে মন ভেসেছে – ৬.৯
** গীতা LLB – ৬.৮

কথা – ৬.৩
অনুরাগের ছোঁয়া – ৫.৮
জল থই থই ভালোবাসা – ৫.৭
অষ্টমী – ৫.৪
বঁধুয়া – ৫.৩

Related Post