Target Rating Point : বাংলা ধারবাহিক (Bengali Serial) দর্শকের বিনোদনের একটা বড় অংশ। বহু মানুষের সন্ধ্যার রুটিন টিভির পর্দায় নিয়মিত পছন্দের ধারাবাহিক দেখা। কিন্তু বর্তমান সময়ে টিআরপি সিরিয়ালের টিকে থাকার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে সিরিয়াল ভালো ফলাফল করতে পারবে সেই সিরিয়ালটি চলবে দীর্ঘদিন। কিন্তু যে সিরিয়ালটিকে টিআরপি তালিকায় (TRP List) দেখা যাবেনা সেটা যেকোনো সময় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
তড়িঘড়ি শেষ হওয়া ধারাবাহিকের মধ্যে এমন অনেক গল্প থাকে যা বেশ অনেক সংখ্যক মানুষের মনে দাগ কেটে যায়। তাই তড়িঘড়ি সিরিয়াল বন্ধ হলেও দর্শকের খারাপ লাগে অনেকাংশেরই। আর টিআরপি দৌড়ে জি বাংলা (Zee Bangla) থেকে স্টার জলসা (Star Jalsha) পিছিয়ে থাকতে নারাজ উভয়ই। আর তাই একটার পর একটা নতুন সিরিয়ালে তারা ভরিয়ে চলেছে চ্যানেল।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত টিআরপি তালিকায় সবার প্রথমে স্থান অর্জন করে নিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি। তার পরেই দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু। শুরুতেই তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘কথা’ সিরিয়ালটি। চতুর্থ স্থানে স্টার জলসার ‘গীতা LLB’। শেষ সপ্তাহেও ‘রাঙা বউ’ প্রথম দোষে নিজের জায়গা বজায় রেখেছে।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম- জগদ্ধাত্রী (৮.৩)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৮.২)
তৃতীয়- ফুলকি (৭.৯)
চতুর্থ- গীতা LLB (৭.৮)
পঞ্চম- তুঁতে / কথা (৭.১)
তোমাদের রানী (৭.০)
কার কাছে কই মনের কথা / অনুরাগের ছোঁয়া / সন্ধ্যাতারা (৬.৭)
Love বিয়ে আজকাল (৬.৩)
রাঙা বউ / জল থই থই ভালোবাসা (৬.১)
তুমি আশেপাশে থাকলে (৫.৭)
এই সপ্তাহে একই সাথে সপ্তম স্থান অধিকার করেছে তিনটি ধারাবাহিক। স্টার জলসার সন্ধ্যাতারা আর অনুরাগের ছোঁয়া। এছাড়াও জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’। এই সপ্তাহে তুঁতে সেরা পাঁচে জায়গা করে অনেকটা এগিয়ে গেছে বাকিদের পিছনে ফেলে। দেব আর পার্বতীর নতুন রসায়নের মাঝে পারোর ভূতকে নিয়ে এগিয়ে চলা গল্প দর্শককে অন্যরকম বিনোদন দিচ্ছে তা তালিকা দেখলে বোঝা যায়।