TRP-জুড়ে জলসার জয়! হাড্ডাহাড্ডি লড়াইয়ে টপার কে জ্যাস নাকি পর্ণা? রইল সম্পূর্ণ তালিকা

Target Rating Point : প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। এই তালিকার উপর নির্ভর করে প্রত্যেকটি সিরিয়ালের

Nandini

21st march bengali serial top ten target rating point list

Target Rating Point : প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। এই তালিকার উপর নির্ভর করে প্রত্যেকটি সিরিয়ালের স্থায়িত্ব আর বোঝা যায় কোন সিরিয়াল দর্শক মাঝে কতটা জনপ্রিয়। বর্তমানে, যেকোনো সিরিয়ালই গল্প ভালো হোক কিংবা সাধারণ। অভিনেতারা জনপ্রিয় হোক কিংবা নতুন তার উপর টিআরপি নির্ভর করেনা। সময়ের সাথে সাথে দর্শকদের সিরিয়ালের স্বাদ বদলেছে।

তাই পছন্দ অনুযায়ী সিরিয়াল হলে দর্শক সেটা সানন্দে গ্রহণ করেন আর না হলে মোটেই ঘুরে তাকাননা সেই সিরিয়ালের দিকে। এমন কয়েকটি সিরিয়াল বাংলা বিনোদন জগতে উদাহরণ হয়ে থেকে গেছে যেগুলো খুব স্বল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে গেছে। এখনও দেখা যাচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়ালের প্রোমো বা আসার খবর প্রকাশ চলেছে চ্যানেল।

15th february bengali serial trp list

তবে, এখন টিআরপি তালিকায় রাজত্ব করছে কয়েকটি ধারাবাহিক। সবচেয়ে দীর্ঘস্থায়ী সিরিয়াল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। একটা সময় পর্যন্ত পরপর কয়েক সপ্তাহ টপার ছিল এই সিরিয়াল বর্তমানে টপার না হলেও খুব একটা পিছিয়ে পড়েনি। এছাড়াও এক থেকে পাঁচের মধ্যে আছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’, ‘নিম ফুলের মধু’, ‘ফুলকি’ আর স্টার জলসার ‘গীতা LLB’ সিরিয়ালটি। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে বেঙ্গল টপার কোন সিরিয়াল?

আরও পড়ুনঃ ভালোবাসার আলো নাকি অতীতের অন্ধকার? নতুন মোড় আবীর-পেখমের দাম্পত্যে!

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

প্রথম- ফুলকি (৮.০) 
দ্বিতীয়- নিম ফুলের মধু (৭.৯)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৮)

চতুর্থ- গীতা LLB (৭.৭)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৭.০)
কথা (৬.৯)
কার কাছে কই মনের কথা (৬.৪)
অনুরাগের ছোঁয়া (৬.২)
আলোর কোলে (৫.৭)
বঁধুয়া/জল থই থই ভালোবাসা (৫.২)

21st march bengali serial top ten trp list

এই সপ্তাহে জ্যাস-দীপা-পর্ণাকে হারিয়ে প্রথম স্থান জয় করে নিয়েছে ‘ফুলকি’। এছাড়াও এই সপ্তাহে কম বেশি প্রায় সব সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর কমেছে। কথা সেরা পাঁচ থেকে নেমে গেছে। কোন গোপনে মন ভেসেছে সেরা পাঁচে নিজের জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে নন-ফিকশন শো গুলির মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে দাদাগিরি, ৫.৩ পেয়েছে। তারপর দিদি নং ১ পেয়েছে ৫.২ নম্বর। আর ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৪ নম্বর।

× close ad