প্রত্যেক সপ্তাহেই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশের আশায় অপেক্ষা করেন দর্শক। টিআরপিই নির্ধারণ করে কোন ধারাবাহিক কতদিন চলবে? টিআরপিই এখন গল্পের মাপকাঠি। তাই প্রত্যেক বৃহস্পতিবার এই তালিকা প্রকাশের আশায় প্রায় সমস্ত সিরিয়াল প্রেমীরা অপেক্ষারত থাকেন। বর্তমানে অনেক নতুন সিরিয়াল সংযোজন হয়েছে তালিকায়। আর পাশাপাশি পুরোনো অনেক ধারাবাহিক বন্ধ হয়েছে।
স্টার জলসা বা জি বাংলা নতুন ধারাবাহিক আনার ব্যাপারে পিছিয়ে নেই কেউই। এই দুই বিনোদন চ্যানেলের মাঝে সর্বদা ধারাবাহিকের যুদ্ধ লেগেই থাকে। তবে নতুন নতুন ধারাবাহিক আনার ব্যাপারে স্টার জলসাকেই এগিয়ে থাকতে দেখা যায় বেশিরভাগ সময়। সম্প্রতি, দুটি নতুন ধারাবাহিক এই চ্যানেলে শুরু হয়েছে তার মধ্যে একটা শুরুথেকেই করছে বাজিমাত।
‘LOVE বিয়ে আজকাল’ ধারাবাহিকটি শুরু থেকেই তালিকায় প্রথম দশে জায়গা করে নিতে শুরু করেছে। অন্যদিকে ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটিও খুব পুরোনো নয়। সেদিক থেকে তালিকায় বেশ ভালো ফলাফল দেখা যাচ্ছে এই ধারাবাহিকেরও। সম্প্রতি, জি বাংলার জগদ্ধাত্রী বেশ পিছিয়ে পড়েছিল তালিকায়। তপবে আবারও এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসে অনুরাগীদের মন ভালো করে দিয়েছে। আর প্রতিবারের মত এবারেও টপার ‘অনুরাগের ছোঁয়া’। রইল এই সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪)
তৃতীয়- ফুলকি (৭.৮)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.৭)
পঞ্চম- রাঙা বউ (৬.৮)
সন্ধ্যাতারা (৬.৭)
কার কাছে কই মনের কথা (৬.৬)
খেলনা বাড়ি – (৬.৫)
Love বিয়ে আজকাল (৬.৪)
হরগৌরী পাইস হোটেল (৬.৩)
খেলনা বাড়ি আবারও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে TRP তালিকায়। নিম ফুলের মধু পাঁচ থেকে আবার চার নম্বর স্থানে নিজের জায়গা করে নিয়েছে। এছাড়া। এক্কা দোক্কা অনেকটাই পিছিয়ে আছে নম্বরের দিক থেকে। মুকুট আর নতুন শুরু হওয়া ধারাবাহিক তোমাদের রানী একই স্কোর প্রাপ্ত করেছে। রাঙা বউ এর নম্বর বেশ অনেকটাই কমে গেছে। নতুনরা কতটা জায়গা পোক্ত করতে পারে তা সময়ের সাথে সাথেই জানা যাবে।