প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি। টিআরপির জন্য সকলে বেশ আশা নিয়ে অপেক্ষা করেন প্রতি সপ্তাহে। পছন্দের বিনোদন কতটা জায়গা করে নিতে পেরেছে সেটা জানতে। বর্তমানে আবারও টিআরপি তালিকায় (TRP List) বেশ এড বদল চোখে পড়েছে। ‘মিঠাই’ অনেকটা পিছিয়ে পড়েছে তালিকায়। সেখানে গাঁটছড়া, ধূলোকনা এরা আবার নিজের জায়গা করে নিতে তালিকায় উপরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে চমক দিচ্ছে গৌরী এলো। প্রায় প্রতি সপ্তাহেই দর্শকদের নজরকাড়া স্থানে থাকছে সিরিয়ালটি।
এই সপ্তাহে জগদ্ধাত্রী বেশ দর্শকের মন জয় করতে পারছে তার প্রমান পাওয়া গেছে তালিকায়। এছাড়া লক্ষী কাকিমাও আবার তার ফুল অন এনার্জী ফিরে পেয়েছেন। প্রথম সপ্তাহে হরগৌরী পাইস হোটেল খুব একটা হতাশ করেনি নির্মাতাদের। সব কিছুর ভিড়ে আবার মিঠাই একটু নিচের দিকে চলে গেছে। তবে মিঠাইতে এমনটা আর নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার মিঠাইয়ের এমন পরিস্থিতি চোখে পড়েছে দর্শকদের। তবে মিঠাই ও তার অনুরাগীরা কেউই হতাশ হবেননা।
এই সপ্তাহে বিশেষ চমক দিয়ে ধূলোকনা আবার একবার টপার। ধূলোকনার টুইস্ট দর্শক বেশ পছন্দ করছেন। তাই একের পর এক ধারাবাহিকের এই নতুন চমক দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আলতা ফড়িং দ্বিতীয় স্থানে রয়েছে। গাঁটছড়া, ধূলোকনা সকলকেই টক্কর দিতে প্রস্তুত আলতা ফড়িং। গাঁটছড়া ও গৌরী এলো যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছে। আসুন দেখে নেওয়া যাক প্রথম দশের তালিকায় কোন কোন সিরিয়াল রয়েছে।
সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
ধূলোকনা – ৮.২ (প্রথম)
আলতা ফড়িং – ৮.০ (দ্বিতীয়)
গাঁটছড়া / গৌরী এলো – ৭.৯ (তৃতীয়)
লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৩
জগদ্ধাত্রী – ৭.১
মিঠাই – ৭.০
সাহেবের চিঠি – ৬.৬
খেলনা বাড়ি – ৬.১
অনুরাগের ছোঁয়া – ৬.০
মাধবীলতা – ৫.৮
এই সপ্তাহে নতুন ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ পেয়েছে ৪.৭ পয়েন্ট। সাহেবের চিঠি কয়েক সপ্তাহ পেরিয়ে সেরা দশে জায়গা করতে পেরেছে। মাধবীলতা দশম স্থান পেয়েছে। আলতা ফড়িং আবার অনেক দিন পর তালিকায় উপরের দিকে উঠে এসেছে। লালকুঠি, এক্কা দোক্কা, নবাব নন্দিনী এই ধারাবাহিক গুলো এখনও বেশ পিছিয়ে তারা কতটা উত্তীর্ণ হতে পারে সেটার অপেক্ষায় দর্শক।
ধারাবাহিক ছাড়াও বিনোদন এর জন্য চ্যানেলগুলোতে কিছু নন ফিকশন শো হয়। এই শোগুলিও দর্শক মাঝে বেশ জনপ্রিয়। এই সপ্তাহে কোন শো কত নম্বর প্রাপ্ত করতে পারলো তা দেখে নেওয়া যাক। জী বাংলার দিদি নম্বর ১ রবিবারের স্পেশাল পর্বের মাধ্যমে পেয়েছে ৬.৫ পয়েন্ট। তারপরেই সা রে গা মা পা পেয়েছে ৫.৬ পয়েন্ট। স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র পেয়েছে ৩.৬ পয়েন্ট আর জী বাংলার রান্নাঘর ১.৩ পয়েন্ট।