TRP-তে জব্বর টুইস্ট, জ্যাস-দীপাকে হারালো সুধা! কোথায় ফুলকি? রইল সম্পূর্ণ তালিকা

Target Rating Point : বাংলা সিরিয়ালের (Bengali Serial) জন্য বর্তমানে টিআরপি তালিকা (TRP List) খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিআরপি না থাকলে যেকোনো সিরিয়াল খুব কম

Nandini

25th july bengali serial top ten trp list

Target Rating Point : বাংলা সিরিয়ালের (Bengali Serial) জন্য বর্তমানে টিআরপি তালিকা (TRP List) খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিআরপি না থাকলে যেকোনো সিরিয়াল খুব কম সময়েই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে চ্যানেল। এমনভাবে অনেক ধারাবাহিকই অসময়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলা বিনোদনের দুই বড় চ্যানেল জি বাংলা ও স্টার জলসা জুড়ে অনেক নতুন সিরিয়াল এসেছে।

পাশাপাশি আরো নতুন কিছু সিরিয়াল আসছে। যার প্রোমোও প্রকাশ পেয়েছে। খুব শীঘ্রই সেগুলো পর্দায় সম্প্রচার শুরু হবে। বেশ কিছু নতুন জুটির আগমন ঘটবে ও ঘটেছে এই নতুন সিরিয়ালগুলোর হাত ধরে। নতুন সিরিয়াল গুলির মধ্যে সোনামনি ও হানি বাফনা অভিনীত সিরিয়াল নজর কেড়েছে দর্শকদের। তাদের জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে।

25th july bengali serial trp list

আজ বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপি তালিকা প্রকাশ পেয়েছে। তবে এবারের তালিকা দর্শকদের বেশ চমকে দিয়েছে। তালিকায় প্রথম স্থান জয় করে নিয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। এবারে বেঙ্গল টপার শুধুই নয় ‘নিম ফুলের মধু’। যুগ্ম বিজয়ী ‘ফুলকি’ও। তবে দ্বিতীয় স্থানে যে ধারাবাহিককে দেখা যাচ্ছে তা বেশ অবাক করেছে দর্শকদের। দ্বিতীয় স্থানে তালিকায় জায়গা করে নিয়েছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকটি।

আরও পড়ুনঃ শত্রুর পর্দাফাঁস! শৌর্য’র জেরার মুখে নিজের কুকীর্তি স্বীকার করে নিল নীলু

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

প্রথম- নিম ফুলের মধু / ফুলকি (৭.১) 
দ্বিতীয়- শুভ বিবাহ (৬.৭)
তৃতীয়- কথা (৬.৩)

চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে /রোশনাই (৬.২)
পঞ্চম- উড়ান (৬.১)
অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী (৫.৯)
গীতা এলএলবি (৫.৭)
বধূয়া (৫.৩)
হরগৌরী পাইস হোটেল / মিঠিঝোরা (৪৫মিনিট) (৪.৭)
ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৪.৫)

25th july top ten bengali serial trp list

এই সপ্তাহে তালিকায় একের পর এক চমক আছে দর্শকদের জন্য। সূর্যর স্মৃতি ফিরে আসতে ‘অনুরাগের ছোঁয়া’ আবার একটু একটু করে নিজের জায়গা তৈরী করে নিচ্ছে দর্শকমহলে। অন্যদিকে, জগদ্ধাত্রী বেশ অনেকটাই পিছিয়ে গেছে তালিকায়। উড়ান, রোশনাই, ডায়মন্ড দিদি সকলেই তালিকায় জায়গা করে নিতে পেরেছে। যার অর্থ এই ধারাবাহিক গুলি দর্শক উপভোগ করছেন।

× close ad