প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও নিয়মমাফিক প্রকাশ পেয়েছে টিআরপি তালিকা (TRP List)। বর্তমানে তো বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে বিশেষ করে টিআরপি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কোনো নতুন সিরিয়াল আসার খবরে দর্শক যতটা উৎসাহিত হন। তার থেকেও বেশি সন্দেহ থাকে কতদিন আসন্ন সিরিয়ালটি টিকে থাকতে পারবে। বর্তমানে কয়েকটি সিরিয়াল তালিকায় পোক্ত জায়গা করে নিয়েছে।
আর বাকিদের মাটি এখনও নড়বড়ে। নতুন সিরিয়াল শুরুর পর থেকেই চলছে টিআরপি দৌড়। নাহলেই যেকোনো সময় ঘটবে ধারাবাহিকের অপমৃত্যু। এই সপ্তাহের তালিকার সাথে গত সপ্তাহের তালিকার রয়েছে অনেক মিল। বিগত কয়েক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সেরার সেরা ধারাবাহিক জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তালিকার প্রথম পাঁচে জি বাংলার পাল্লা ভারী।
আর জি বাংলার এই চার সিরিয়ালকে জব্বর টেক্কা দিয়ে প্রথম পাঁচে একাই টিকে রয়েছে স্টার জলসার ‘গীতা’। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে কে তালিকায় জায়গা করে নিল? আর কোন কোন সিরিয়াল পিছিয়ে পড়ল? আর এখানেই বোঝা যাবে পর্দার কোন জুটি দর্শক মনে কতটা জায়গা করে নিচ্ছে? রইল সম্পূর্ণ তালিকা।
আরও পড়ুনঃ সূর্যকে পেতে এবার দুই বোন ইরা-মিশকার লড়াই! TRP-ফেরাতে দুর্দান্ত টুইস্ট ধারাবাহিকে
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
প্রথম- জগদ্ধাত্রী (৯.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৮.৬)
তৃতীয়- ফুলকি (৮.৫)
চতুর্থ- গীতা LLB (৭.৬)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৭.৫)
কার কাছে কই মনের কথা (৭.১)
কথা (৬.৫)
অনুরাগের ছোঁয়া (৬.৩)
সন্ধ্যাতারা (৬.১)
তোমাদের রাণী (৫.৭)
এই সপ্তাহের তালিকায় রয়েছে দর্শকদের জন্য বিশেষ চমক। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই সপ্তাহে জি বাংলার সিরিয়াল গুলির নম্বর বেড়েছে আর স্টার জলসার সিরিয়াল গুলির নম্বর কমে গেছে। উল্লেখ্য, ধারাবাহিক ছাড়াও নন-ফিকশন শো গুলির লড়াইতে এগিয়ে রয়েছে দিদি নং ১। সানডে ধামাকা স্পেশাল পর্বের প্রাপ্ত পয়েন্ট ৭.৩, দাদাগিরি’র প্রাপ্ত নম্বর ৬.০, আর ঘরে ঘরে জি বাংলার প্রাপ্ত নম্বর ১.৪।