Bengali Serial Target Rating Point : প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটি বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীরা অপেক্ষায় থাকেন। কারণ এই দিন সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হয়। আর বর্তমানে সিরিয়াল মাত্রই তা ভীষণ ভাবে টিআরপি নির্ভর। টিআরপি না থাকার কারণে ইতিমধ্যে অনেক ধারাবাহিক খুব কম সময়েই বন্ধ হয়ে গেছে। আর সেই সব ধারাবাহিকের অনুরাগীরা মনে বেশ দুঃখ পেয়েছেন।
তাই শুধুমাত্র গল্প ভালো হলে বা শুধু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী থাকলেই যে সেই সিরিয়াল হিট হবে সেই ভাবনা এখন অতীত। যে ধারাবাহিকের গল্প দর্শকের মন ছুঁতে পারবে যার জুটি দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে সেই হয়ত জয়ী হবে তালিকায়। বিগত কয়েক দিনে অনেক নতুন ধারাবাহিকের আনাগোনা হয়েছে স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেল জুড়েই। সাথে নতুনদের জায়গা ছেড়ে দিতে পুরোনো অনেক ধারাবাহিক বন্ধ হয়ে গেছে।
তবে যতই নতুন ধারাবাহিক আসুকনা কেন স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারবাহিকটিকে কেউ তালিকায় প্রথম স্থান থেকে সরাতে পারেনি। সম্প্রতি, গল্পে এতদিন ধরে চলতে থাকা একটা ভুল বোঝাবুঝির রেষ শেষ হয়েছে যার দরুন তালিকায় এই সিরিয়াল নিজের জায়গা আরও পাকাপাকি করে ফেলেছিল। কিন্তু গল্পে আবার মোড় ঘুরতেই মুখ থুবড়ে পড়েছে তালিকাতে। আসুন দেখে নেওয়া যাক আজকের সেরা ১০ ধারাবাহিকের তালিকা।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম- জগদ্ধাত্রী (৬.৭)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৫)
তৃতীয়- ফুলকি (৬.৪)
চতুর্থ- কার কাছে কই মনের কথা (৬.৩)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.২)
Love বিয়ে আজকাল (৫.৭)
তুঁতে/ সন্ধ্যাতারা / রাঙা বউ / জল থই থই ভালোবাসা (৫.৩)
ইচ্ছে পুতুল / হরগৌরী পাইস হোটেল (৫.১)
তোমাদের রাণী (৫.০)
বাংলা মিডিয়াম (৪.৮)
এই সপ্তাহে ফুলকি আবার নিজের স্থান ফিরে পেয়েছে। চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছে গেছে। অন্যদিকে কার কাছে কই মনের কথা সিরিয়ালটিও একটু এগিয়ে আছে। তবে এবারে ‘অনুরাগের ছোঁয়া’ একেবারে প্রথম থেকে পঞ্চম স্থানে এসে পৌঁছেছে। অন্যদিকে একে অপরকে পাল্লা দিয়ে নতুন সিরিয়ালগুলি এগিয়ে চলেছে। তবে এই দৌড়ে এখনও বেশ পিছিয়ে আছে জি বাংলা ‘মিলি’ সিরিয়ালটি।