বাঙালি বাড়িতে সন্ধ্যে নামলেই সিরিয়ালের পর্ব চালু হয়। পছন্দের মত সিরিয়াল দেখতে টিভির সামনে হাজির হন সকলেই। তবে বৃহস্পতিবার দিনটা যেন একটু বেশিই চিন্তা বেড়ে যায় দর্শকদের। কারণ সারা সপ্তাহের রিপোর্ট কার্ড বা টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ পায় এই দিনে। তবে এবারে দর্শকদের অপেক্ষা আরও এক দিন বেড়েছে। বৃহস্পতিবার নয় আজ অর্থাৎ শুক্রবারে প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা (TRP List)।
এবারের টিআরপি তালিকায় বড়োসড়ো চমক। মিঠাইকে হারিয়ে এবারের তালিকায় প্রথম স্থানে অন্য কেউ। গাঁটছড়ার নতুন প্রয়াস অনেকটা কাজে দিয়েছে। কিন্তু সেও প্রথম স্থান অর্জন করতে পারেনি। তাহলে এখন নিশ্চই ভাবছেন কে তাহলে প্রথম স্থান পেলো? সকলকে অবাক করে দিয়ে মিঠাইকে পিছনে ফেলে এগিয়ে গেল ‘গৌরী এলো’। প্রথম সপ্তাহে বেশ ভালো ফল করলো ‘মাধবীলতা’।
সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
গৌরী এলো – ৮.২ (প্রথম)
মিঠাই – ৮.১ (দ্বিতীয়)
গাঁটছড়া – ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.৭
লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৩
ধূলোকনা – ৭.২
উমা – ৬.৭
অনুরাগের ছোঁয়া – ৬.৩
মাধবীলতা – ৬.২ (Opening)
খেলনা বাড়ি – ৫.৯
মিঠাইকে এক গোলে মাত দিলো গৌরী এলো। ধূলোকনার দুর্দান্ত এপিসোড তাকে প্রথম স্থানে পৌঁছে দিতে পারলোনা। লালনের মৃত্যু দর্শক মানতে পারেননি তাই ধূলোকনা এবারেও আরও অনেকটা পিছিয়ে পড়েছে। প্রথম সপ্তাহে মাধবীলতার ওপেনিং পয়েন্ট বেশ ভালো মাধবীলতা দর্শক দেখতে পছন্দ করছেন এটাই তার প্রমান।
সিরিয়াল ছাড়াও চ্যানেলগুলিতে বিভিন্ন নন-ফিকশন শো হয়ে থাকে তাদের মধ্যেও থাকে পয়েন্টের হিড়িক। এই সপ্তাহের জী বাংলার সা রে গা মা পা এর প্রাপ্ত পয়েন্ট ৬.৩, ডান্স ডান্স জুনিয়র এর প্রাপ্ত পয়েন্ট ৪.৫, আর দিদি নং ১ এর রবিবার স্পেশাল পর্বের প্রাপ্ত নম্বর ৬.৫।