শুরুতেই ধামাকা করল গীতা LLB! জগদ্ধাত্রী পর্ণা কে হল সেরা? রইল সম্পূর্ণ TRP তালিকা

Target Rating Point : প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় (TRP List) চোখ রাখতে ভোলেননা বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী মানুষরা। টিআরপি যেকোনো সিরিয়ালের সময়সীমা নির্ধারক হয়ে

Nandini

30th november bengali serial top ten trp list

Target Rating Point : প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় (TRP List) চোখ রাখতে ভোলেননা বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী মানুষরা। টিআরপি যেকোনো সিরিয়ালের সময়সীমা নির্ধারক হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তালিকায় জায়গা না পেলে যেকোনো সময় শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই ধারাবাহিকটিকে। আর এমন ভাবে ইতিমধ্যে অনেক ভালো সিরিয়াল বন্ধ হয়ে গেছে। যাদের মেয়াদ ছিল খুবই কম সময়।

গত দুই তিন সপ্তাহ যাবৎ তালিকায় প্রথম স্থানে থাকা সিরিয়াল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ নিজের স্থান হারিয়েছে। প্রথম স্থান থেকে একেবারে পঞ্চমে তার জায়গা হয়েছে। অন্যদিকে ঝড়ের গতিতে তালিকায় উপরের দিকে এগিয়ে চলেছে নতুন ধারাবাহিক গুলি। এই সপ্তাহে গীতাLL.B ধারাবাহিকটি তালিকায় নতুন। তবে নতুন হয়েও সকলকে অবাক করে তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে।

star jalsha upcoming serial gita ll.b promo come out

এছাড়াও, তোমাদের রানী সিরিয়ালটিও দর্শকের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে। তবে এই সপ্তাহে রয়েছে যুগ্ম বেঙ্গল টপার। একই সাথে প্রথম স্থান জয় করে নিয়েছে ‘নিম ফুলের মধু’ আর ‘জগদ্ধাত্রী’। প্রসঙ্গত, শোনা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী ধারাবাহিকটির সম্প্রচারের সময় পরিবর্তন হতে পারে। আর সেই জায়গায় নাকি আসবে আসন্ন সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’। তবে চ্যানেলের তরফে এখনই কিছু জানা যায়নি। আসুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকার সেরা দশ ধারাবাহিক।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম- নিম ফুলের মধু / জগদ্ধাত্রী (৮.১)
দ্বিতীয়- ফুলকি (৭.৮)
তৃতীয়- অনুরাগের ছোঁয়া / কার কাছে কই (৭.২)
চতুর্থ- তোমাদের রাণী (৬.৪)
পঞ্চম- গীতা LL.B (৬.২)
সন্ধ্যাতারা (৬.১)
Love বিয়ে আজকাল (৬.০)
ইচ্ছে পুতুল / রাঙা বউ (৫.৯)
হরগৌরী পাইস হোটেল (৫.৮)
জল থই থই ভালোবাসা (৫.৭)

star jalsha upcoming serial jol thoi thoi valobasa new promo

স্টার জলসার এক নতুন ধারাবাহিক তালিকায় জায়গা করে নিলেও জায়গা হারিয়ে অপর নতুন ধারাবাহিক। এই সপ্তাহে প্রথমবার টিআরপিতেই যেখানে গীতা করেছে বাজিমাত। সেখানে সেরা দশের তালিকায় দেখা নেই ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকটির। ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন এন্ট্রি বাজিমাত না করলেও আবার ধারাবাহিকটি অনেকটা উপরের দিকে নিয়ে গেছে। পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছেছে। আবার বেঙ্গল টপার হতে পারে কিনা? তা তো সময়ই বলবে।

× close ad