খলনায়ক মানেই জাঁদরেল নেগেটিভ সত্তা বিরাজমান। বাংলা ধারাবাহিক (Bengali Serial) হোক কিংবা যেকোনো ধারাবাহিকে খলনায়ক বা খলনায়িকা থাকা অত্যন্ত আবশ্যক। খল চরিত্র না থাকলে ধারাবাহিক ঠিক জমে ওঠেনা। আর তাই তো সব ধারাবাহিকে নায়িকার পাশাপাশি থাকে খলনায়িকা। এখন একটা নয় একের বেশিই খলনায়িকা দেখতে পাওয়া যাচ্ছে। তবে নেটিজেনরা খুঁজে পেয়েছেন খলনায়িকাদের মাঝে সাদৃশ্য। এই সাদৃশ্যটা খুবই সূক্ষ্ম।
খলনায়িকার সাদৃশ্যতে উঠে আসছে একটা নাম। শুধুমাত্র একটা নাম। সেই নামটা হল ‘রোহিনী’ (Rohini)। ইদানিং কালে বেশ কয়েকটি ধারাবাহিকে এই রোহিনী নামের মেয়েরাই খলনায়িকা। শুধু খলনায়িকা নয় জাঁদরেল খলনায়িকা। আর তা দেখা যাচ্ছে টিভির পর্দায়। অতীতের নকশিকাঁথা ধারাবাহিক থেকে শুরু করে বর্তমানের মিঠাই ধারাবাহিক পর্যন্ত খলনায়িকার একটাই নাম উঠে এসেছে তা হল ‘রোহিনী’।
রোহিনী নামের অর্থ আগুন। আর তাই দেখেই বোধহয় লেখিকারা রোহিনী নামকেই নির্বাচন করেন খলনায়িকার জন্য। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কি হচ্ছে কিচ্ছু মাথায় ঢুকছে না!…সর্বপ্রথম নকশীকাঁথা তে খলনায়িকা ছিল রোহিনি। এরপর আবার ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে খলনায়িকা বের হয়ে আসে রোহিনি। যাই হোক, এরপর গোধুলি আলাপ নাটকেও দেখা গেলো খলনায়িকার নাম রোহিনী।
অবশেষে, বিশেষ মিঠাই সিরিয়ালেও পাওয়া গেলো আবারো খলনায়িকা সেই রোহিনি নামেই। কি জানি বাপু, রোহিনি মানেই কি শুধু সুন্দরী তৃতীয় প্রেমিকা?’ আসলে নকশিকাঁথা ধারাবাহিকেও যে খলনায়িকাকে দেখা গেছে এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী। এরপর আবার স্টার জলসার আরও এক ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’, এখানেও খলচরিত্রের নাম রোহিনী। এই ভূমিকায় অভিনয় করেছেন স্বাগতা সেন।
ভাগ্যলক্ষ্মীর পর যখন আবার গোধূলি আলাপ ধারাবাহিক শুরু হয়, তখন তাতেও দেখা মিলেছে নেগেটিভ চরিত্রের তার নামও রোহিনী। এই চরিত্রে দেখা মিলেছে, টেলিভিশন অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের। এরপর মিঠাই তেও দেখা গেছে রোহিনী নামক খল চরিত্রের। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়। এই সকল খলনায়িকার কিন্তু একটাই উদ্দেশ্যে নায়ক-নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তিত্ব হয়ে ওঠা। তাই তো নেটিজেনরা প্রশ্ন করছেন, রোহিনী মানেই কি সুন্দরী তৃতীয় প্রেমিকা।