সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকার জন্য জি বাংলা (Zee Bangla) থেকে শুরু করে ষ্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলের দর্শকরাই অপেক্ষায় থাকেন। কারণ এই লিস্টে নম্বর কমলেই যে শেষের পথে পা বাড়াবে ধারাবাহিক। আর বেঙ্গল টপার হতে পারলেই বছরের পর বছর চলবে মেগা। এই কারণেই সেরার সিংহাসনের জন্য লড়াই একপ্রকার অব্যাহত। তবে এবার সেরা হল কে? জগদ্ধাত্রী, ফুলকি নাকি পর্ণা (Parna)? চলুন দেখে নেওয়া যাক।
এমনিতে প্রতিটা সিরিয়ালেই বর্তমানে জমজমাট সমস্ত পর্ব চলছে, তবে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে চলছে পর্ণার মা হওয়ার পর্ব। না, এখনই মা হয়নি পর্ণা তবে হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই সেই প্রোমোও দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেয়ে সন্তান হতে দারুন খুশি সৃজন। কিন্তু বাবুউউর মা নাতি না হওয়ায় বড্ড অখুশি। তবে সে যাই হোক, এবারে ৭.৮ পয়েন্ট পেয়ে নিম ফুলের মধু হয়ে গিয়েছে বেঙ্গল টপার।
আরও পড়ুনঃ ভিলেন নয় এবার নায়ক হয়ে ফিরছেন রাহুল! বেজায় খুশি দেবাদৃতা সহ অভিনেতার অনুরাগীরা
অবশ্য এর ঠিক পরেই আছে ফুলকি। এসপ্তাহে রোহিত-ফুলকি জুটির ঝুলিতে এসেছে ৭.৬ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে জ্যাস সন্ন্যালের কাহিনী, পেয়েছে ৭.৩ পয়েন্ট। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB ও কোন গোপনে মন ভেসেছে। যাদের প্রাপ্ত পয়েন্ট ৬.৯ ও ৬.৫। চলুন এবার সম্পূর্ণ সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।
বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)
*** নিম ফুলের মধু – ৭.৮
*** ফুলকি – ৭.৬
*** জগদ্ধাত্রী – ৭.৩
** গীতা LLB – ৬.৯
** কোন গোপনে মন ভেসেছে – ৬.৫
কথা – ৬.৩
কার কাছে কই মনের কথা, অনুরাগের ছোঁয়া – ৫.৫
বঁধুয়া – ৫.১
আলোর কোলে, জল থই থই ভালোবাসা – ৫.০
মিঠিঝোড়া – ৪.৭
গতসপ্তাহে বঁধুয়া শেষে থাকলেও এবারে কিছুটা বেড়েছে জনপ্রিয়তা। অষ্টম স্থানে দেখা যাচ্ছে বঁধুয়া ধারাবাহিকটিকে। অন্যদিকে অনুরাগের ছোঁয়া ও কার কাছে কই মনের কথা দুজনেই সমান পয়েন্টে রয়েছে। তবে শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হচ্ছে আরও একটি নতুন সিরিয়াল।