Bengali Serial TRP : প্রতিসপ্তাহে বৃহস্পতিবার নতুন টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ্যে আসে। যার ফলে জানা যায় কোন মেগা কেমন পারফর্ম করছে। টিআরপি হাই মানেই হিট নাহলেই মুশকিল। কারণ বিগত কয়েক মাসে এমন বহু ধারাবাহিক এসেছে যা কম টিআরপির কারণে বন্ধ হয়ে গিয়েছে। যদিও গতসপ্তাহে বৃহস্পতিবার উৎসবের দিন থাকায় অনেকটাই দেরিতে প্রকাশ্যে এল রিপোর্ট। চলুন দেখে নেওয়া যাক কে হল বাংলার সেরা মেগা?
নতুন মেগা ‘পরিণীতা’র প্রোমো আসার পর থেকেই একপ্রকার শোরগোল পড়েছে নেটপাড়ায়। ভালো টিআরপি থাকা সত্ত্বেও স্লট বদল হচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকের। অথচ টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল ফাটিয়ে দিয়েছে সৃজন-পর্ণা জুটি। এসপ্তাহে ফুলকি ও নিম ফুলের মধু দুজনেই ৭.৭ টিআরপি সহ একসাথে বেঙ্গল টপার হয়ে গিয়েছে।
দ্বিতীয় স্থানে আছে ষ্টার জলসার দুই জনপ্রিয় মেগা কথা ও গীতা LLB, দুজনেই ৭.১ পয়েন্ট পেয়েছে। এরপর তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে। চতুর্থ স্থানে রয়েছে শুভ বিবাহ। আর পঞ্চম স্থানে ফের দুই মেগা, একটি উড়ান ও আরেকটি হল রোশনাই। তাহলে কারা এল বাকি পাঁচে? চলুন দেখে নেওয়া যাক সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকা ও তাদের প্রাপ্ত পয়েন্ট।
বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)
*** প্রথম – ফুলকি, নিম ফুলের মধু – ৭.৭
** দ্বিতীয় – গীতা LLB, কথা – ৭.১
* তৃতীয় – জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে – ৬.৯
চতুর্থ – শুভ বিবাহ – ৬.১
পঞ্চম – উড়ান, রোশনাই – ৫.৯
ষষ্ঠ – আনন্দী, তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.৭
সপ্তম – রাঙামতি তীরন্দাজ, ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.৬
অষ্টম – মিঠিঝোরা, পুবের ময়না – ৪.৫
নবম – দুই শালিক – ৪.০
দশম – মালাবদল – ৩.২