টিআরপি’র একি হাল? জ্যাস-পর্ণাকে হারিয়ে সেরা জলসার এই সিরিয়াল, রইল সম্পূর্ণ তালিকা

Target Rating Point : প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। বহু সিরিয়াল প্রেমী এই টিআরপি তালিকার অপেক্ষায় থাকেন বেশ

Nandini

5th september bengali serial top ten trp list

Target Rating Point : প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। বহু সিরিয়াল প্রেমী এই টিআরপি তালিকার অপেক্ষায় থাকেন বেশ আগ্রহের সাথে। এই তালিকা থেকেই জানা যায় সারা সপ্তাহ জুড়ে কোন ধারাবাহিক কিরকম ফলাফল করেছে। কোন সিরিয়াল দর্শকের আকর্ষণ বজায় রাখতে পেরেছে বা কোন সিরিয়াল আকর্ষণ হারাচ্ছে দর্শকদের।

গত সপ্তাহে সকলকে চমকে দিয়ে টিআরপি তে বেঙ্গল টপারের স্থানে জায়গা করে নিয়েছিল স্টার জলসার ‘কথা’ সিরিয়ালটি। তবে এই সপ্তাহে আবারও তালিকায় আছে বড় চমক। জ্যাস-পর্ণা ফেল সেরা এবার গীতা। জি বাংলাকে টেক্কা দিয়ে জয় জলসার সিরিয়ালের। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিতে পারল?

16th august bengali serial trp list

বাংলা সিরিয়ালের সেরা ১০ ধাবাহিকের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (TRP List of Week’s Top 10 Bengali Serial)

গীতা LLB – ৭.৫
কথা – ৭.৩
ফুলকি – ৭.১
উড়ান – ৬.৯
নিম ফুলের মধু – ৬.৪
জগদ্ধাত্রী – ৬.৩
কোন গোপনে মন ভেসেছে / রোশনাই – ৬.১
শুভ বিবাহ – ৬.০
বঁধুয়া – ৫.৪
ডায়মন্ড দিদি জিন্দাবাদ, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.৩
25th july top ten bengali serial trp list
এই সপ্তাহে ধারাবাহিকের দৌড়ে জগদ্ধাত্রী সেরা ৫ এর তালিকা থেকে বাইরে চলে গেছে। দীর্ঘদিন চলার পরেও সেরা দশে নিজের জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। গত সপ্তাহের টপার কথা এই সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে। দৌড়ে পিছিয়ে পড়েছে নিম ফুলের মধুও। এই সপ্তাহে ওই একই সময়ে নিম ফুলের বিপরীতে স্টার জলসায় সম্প্রচার হয় উড়ান। এই সপ্তাহে উড়ান পর্ণাকে হারিয়ে স্লট লিডার।
× close ad