পর্ণাকে মাত ঐশানির, TRP যুদ্ধে জয়ী কে? রইল এই সপ্তাহের সম্পূর্ণ তালিকা

বৃহস্পতিবার এলেই সিরিয়াল প্রেমীরা টিআরপি তালিকার খোঁজ করেন। টিআরপি তালিকা (TRP List) বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় টিআরপির

Nandini

6th july bengali serial trp list

বৃহস্পতিবার এলেই সিরিয়াল প্রেমীরা টিআরপি তালিকার খোঁজ করেন। টিআরপি তালিকা (TRP List) বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় টিআরপির জন্য মুখিয়ে থাকেন কলাকূশলীরাও। কারণ বর্তমানে টিআরপি নির্ধারণ করে কোন ধারাবাহিকটি কতদিন চলবে টিভির পর্দায়। খুব সম্প্রতি, এমন অনেক সিরিয়াল আছে যেগুলো শুরুর কিছুদিনের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে। তা শুধুমাত্র টিআরপি না থাকার কারণে।

আরও কিছু সিরিয়াল শেষের সময় আসন্ন। ইতিমধ্যে যেমন কিছগু ধারাবাহিক শেষ হয়েছে, তেমনই নতুন ধারাবাহিক শুরুও হয়েছে।  তবে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘ফুলকি’, প্রথম থেকেই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। গত সপ্তাহের মত এই সপ্তাহেও ফুলকি দ্বিতীয় স্থানে বিরাজমান। অন্যদিকে, গল্পে যতই একঘেঁয়েমিতা থাকুক না কেন ‘অনুরাগের ছোঁয়া’ বরাবরের ন্যায় প্রথম স্থানেই আছে।

18th may bengali serial trp list তবে এই সপ্তাহের তালিকায় প্রথম পাঁচে জায়গা পায়নি পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’। সেই জায়গায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ‘রাঙা বউ’। এই সপ্তাহে প্রায় সব ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে সোহাগ জল ধারাবাহিকটির শেষ সপ্তাহের টিআরপি ছিল। সেই অনুযায়ী শেষে বেশ ভালো ফলাফলের মধ্যে দিয়েই যাত্রা শেষ করেছে উক্ত ধারাবাহিক। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশ ধারাবাহিকের তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.৬)
দ্বিতীয় – ফুলকি (৭.৯)
তৃতীয় – জগদ্ধাত্রী (৭.৫)
চতুর্থ – হরগৌরী পাইস হোটেল (৭.১)
পঞ্চম – রাঙা বউ / বাংলা মিডিয়াম (৬.৭)
নিম ফুলের মধু (৬.৬)
পঞ্চমী (৬.০)
সোহাগ জল (৫.৫)
এক্কা দোক্কা (৫.৩)
সন্ধ্যাতারা (৫.১)

11th may bengali serial trp list

 

স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটি তালিকায় জায়গা করে নিতে শুরু করেছে। দশের তালিকায় আবারও পঞ্চমীর পয়েন্ট কিছুটা বেড়ে গেছে। পাশাপাশি এবারেও তালিকায় জায়গা করতে পারেনি খেলনা বাড়ি বা গৌরী এলো। বাংলা মিডিয়াম পঞ্চম স্থানে আর তার সাথে জায়গা ভাগ করে নিয়েছে ‘রাঙা বউ’।

× close ad